বস্তা দিয়ে বেরোচ্ছে ধোঁয়া, পুড়ছে ৫০, ১০০, ৫০০-র নোট! ভোটের মুখে কালীঘাটে রহস্য

কী রহস্য লুকিয়ে কালীঘাটে পোড়া নোটের পিছনে? কী সূত্র উঠে এল পুলিসের হাতে?

বস্তা দিয়ে বেরোচ্ছে ধোঁয়া, পুড়ছে ৫০, ১০০, ৫০০-র নোট!  ভোটের মুখে কালীঘাটে রহস্য
টাকা কুড়াতে ব্যস্ত অনেকে
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2021 | 6:28 PM

কলকাতা: কালীঘাটে (Kalighat)বস্তাবন্দি পোড়া টাকা উদ্ধার। ছুটির সকালে কালীঘাটের মুখার্জি ঘাটে রাস্তার ওপর পড়ে রয়েছে সারি সারি পোড়া টাকা। ১০, ৫০, ১০০, ৫০০ টাকার বাজার চলতি নোটে ভর্তি বস্তা। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরের রাস্তার ধারে একটি বস্তা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কাছে গিয়ে দেখতে পারেন, টাকা পুড়ছে। ৫০, ১০০, ৫০০ টাকার নোট! হঠাৎ কেন টাকা পুড়ছে? উত্তর খোঁজার চেষ্টাই করেননি স্থানীয়রা। অনেককে দেখা যায়, আগুন হাত পা দিয়ে চেপে নিভিয়ে নোট সংগ্রহ করতে। কিন্তু ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস।

 

পোড়া টাকা

আরও পড়ুন: ছোট্ট মেয়েটিকে স্কুল ঘরে ডাকে ‘দাদা’, প্রথম শ্রেণির ছাত্রীর কথায় ফুঁসছে গোটা গ্রাম!

কালীঘাট থানার পুলিস এলাকা ফাঁকা করে টাকায় জল ঢালে। কেন টাকা পোড়ানো হল, কারা করল এই কাজ? প্রকাশ্যেই কীভাবে টাকা ভর্তি বস্তায় আগুন ধরান হল? উঠে আসছে একাধিক প্রশ্ন। খোদ কলকাতার বুকে এ ঘটনা আগে কবে ঘটেছে, তা মনে করতে পারছেন না পুলিস কর্তারাই। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ভোটের ঠিক আগেই এই ভাবে পোড়া টাকা উদ্ধারের ঘটনায় রীতিমত উদ্বিগ্ন প্রশাসন। সূত্র খুঁজতে তলিয়ে ভাবছেন তদন্তকারীরা।