কয়লাকাণ্ডের ‘লিঙ্ক ম্যান’ তৃণমূল নেতা বিনয় মিশ্রর ফ্ল্যাট সিল করল সিবিআই
বছরের শেষ দিনই তাঁর দক্ষিণ কলকাতার ধর্মদাস রোডে এবং রাসবিহারি অ্যাভিনিউয়ে দুটি বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
কলকাতা: কয়লাকাণ্ডে ‘লিঙ্ক ম্যান’ বিনয় মিশ্রর (Vinay Mishra) কৈখালির একটি ফ্ল্যাট সিল করে দিল সিবিআই। কৈখালির যমুনা অ্যাপার্টমেন্টের ১০১ নম্বর ফ্ল্যাটটি যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের। বছরের শেষ দিনই তাঁর দক্ষিণ কলকাতার ধর্মদাস রোডে এবং রাসবিহারি অ্যাভিনিউয়ে দুটি বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সাত ঘণ্টা ধরে চলে তল্লাশি। তাঁর বাড়ি থেকে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেট ও বহু নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। সেগুলি সিবিআই-এর টেকনিক্যাল টিমের কাছে পাঠানো হয়েছে।
সিবিআই মনে করছে, এগুলি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। সিবিআই-এর ইঙ্গিত, বিনয়কে পেলেই পাওয়া যাবে সেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে যিনি ‘প্রোটেকশন’ দিয়েছেন লালাকে। এছাড়াও এই নথি থেকে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সম্পর্কেও বেশ কিছু সূত্র মিলতে পারে বলে আশাবাদী সিবিআই। কারণ বিনয় ‘ফান্ড ম্যান’ হিসাবে কাজ করতেন। এবং লালা তাঁর হাত দিয়েই কোটি কোটি টাকা কাটমানি কলকাতায় পাঠাত।
আরও পড়ুন: শনিবার পশ্চিমবঙ্গের তিন জায়গায় করোনা ভ্যাকসিনের ড্রাই রান! জেনে নিন জরুরি বিষয়
পাশাপাশি বিনয়ের দুটি বাড়ির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির তাঁর বাড়িতে যাতায়াত ছিল না, তা জানতে মরিয়া গোয়েন্দারা। ৪ জানুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।