Kolkata: লাইনে গলে গিয়েছে শরীর, ফের মেট্রোয় ভয়ঙ্কর ঘটনা
Kolkata: মেট্রো সূত্রে জানা গিয়েছে, বিকাল ৪টে ২৮ মিনিট নাগাদ একটি মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি। কবি নজরুল স্টেশনে আপ লাইনে ট্রেন ঢোকার মুখে মরণঝাঁপ বর্তমানে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে।
কলকাতা: ফের শহরে মেট্রোয় ঝাঁপ। জানা যাচ্ছে, কবি নজরুল মেট্রো স্টেশনে ঝাঁপ দেন মাঝ বয়সী এক মহিলা এক জন। লাইনে পড়ে একেবারে গলে গিয়েছে গোটা শরীর। ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, বিকাল ৪টে ২৮ মিনিট নাগাদ একটি মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি। কবি নজরুল স্টেশনে আপ লাইনে ট্রেন ঢোকার মুখে মরণঝাঁপ বর্তমানে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করে। পরে ৫টা ১৭ মিনিট থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।
জানা যাচ্ছে, মেট্রো আসতে দেখে লাইনে ঝাঁপ দেন মহিলা। মেট্রো একেবারে শরীরের ওপর দিয়ে চলে যায়। তাতে একেবারে দলা পাকিয়ে যায় গোটা শরীর।
ছুটির দিন হওয়ায় যাত্রীর সংখ্যা কম। তবে অনেকেই ছুটির দিনে ঘুরতে বেরিয়েছিলেন। তাঁরা সমস্যার মধ্যে পড়েছেন। স্টেশনগুলিতে ভিড় রয়েছে। এক যাত্রী জানান, “শুনেছি। কিন্তু দৃশ্য দেখার সাহস হয়নি। বিকল্প কোনওভাবে যাওয়ার কথা ভাবছি।”
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই পৌঁছেছেন মেট্রো উচ্চ পদস্থ কর্তারা। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।