বাংলায় শুরু হল কোভ্যাক্সিন দেওয়া, টিকা নিলেন সরকারি আধিকারিকরা

Feb 03, 2021 | 2:18 PM

আরজিকরে টিকা নেবেন রাজ্য বিশেষজ্ঞ কমিটির সদস্য জ্যোতির্ময় পাল। কলকাতা মেডিক্যাল কলেজে টিকা নিতে পারেন আরেক বিশেষজ্ঞ কমিটির সদস্য চিকিৎসক বিভূতি সাহা। কোভ্যাক্সিন নিয়ে ভীতি কাটাতে এই উদ্যোগ।

বাংলায় শুরু হল কোভ্যাক্সিন দেওয়া, টিকা নিলেন সরকারি আধিকারিকরা
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: কোভ্যাক্সিনের (Covaxin) প্রথম টিকাকরণে স্বাস্থ্য দফতরের নক্ষত্রদের হাজির করল স্বাস্থ্য ভবন। এস‌এসকেএমে টিকা নিলেন মিশন ডিরেক্টর সৌমিত্র মোহন, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য।

আরজিকরে টিকা নেবেন রাজ্য বিশেষজ্ঞ কমিটির সদস্য জ্যোতির্ময় পাল। কলকাতা মেডিক্যাল কলেজে টিকা নিতে পারেন আরেক বিশেষজ্ঞ কমিটির সদস্য চিকিৎসক বিভূতি সাহা। কোভ্যাক্সিন নিয়ে ভীতি কাটাতে এই উদ্যোগ। কোভিশিল্ডের তুলনায় কার্যত কোভ্যাক্সিনকেই এগিয়ে রাখল রাজ্য স্বাস্থ্য দফতর।

কোভ্যাক্সিন নিলেন বিশিষ্ট শিশুরোগ চিকিৎসক রীনা ঘোষ। দেশীয় টিকায় আস্থা চিকিৎসক অপূর্ব মুখোপাধ্যায়ের‌ও। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, কোভ্যাক্সিন যাঁরা নিচ্ছেন, তাঁরা প্রত্যেকেই একটি ‘স্ক্রিনিং অ্যান্ড কনসেন্ট ফর্ম’-এ সই করে টিকা নিচ্ছেন। এতে প্রাপকদের সম্মতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা অ্যাম্বুল্যান্সের, ঘটনাস্থলেই মৃত্যু একজনের, পলাতক চালক

উল্লেখ্য রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ছাড়া কোভ্যাক্সিন টিকাকরণ চালু হবে না। গত ২২ জানুয়ারি, শুক্রবার এয়ার এশিয়ার বিমানে পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ ৬০ হাজার ডোজ আসে কোভ্যাক্সিনের। তার মধ্যে বাগবাজারে মেডিক্যাল স্টোরেজে রাখা ছিল ১ লক্ষ ১০ হাজার ডোজ কোভ্যাক্সিন।

Next Article