শহরে করোনা হানা: ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত বেড়ে ৪, দক্ষিণ আফ্রিকা স্ট্রেনে ১

সুমন মহাপাত্র |

Mar 07, 2021 | 8:44 PM

বিদেশি স্ট্রেনে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হল ৫। যার মধ্যে ৪ জনের শরীরে হদিশ মিলেছে ব্রিটেন স্ট্রেনের।

শহরে করোনা হানা: ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত বেড়ে ৪, দক্ষিণ আফ্রিকা স্ট্রেনে ১
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: শহরে হানা দিয়েছে করোনার দক্ষিণ আফ্রিকার স্ট্রেন (South Africa Strain)। শনিবারই খবর এসেছিল কলকাতায় (Kolkata) ৪ জন করোনা আক্রান্তর হদিশ মিলেছে, যারা বিদেশি স্ট্রেনে আক্রান্ত। স্বাস্থ্য দফতর সূত্রে খবর এসেছিল, একটি বেসরকারি ল্যাবে বিলেত ফেরত চারজনের নমুনা পরীক্ষা হয়েছিল। বিলেত যোগের কারণে ওই ৪ জনের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণীতে অবস্থিত এন‌আইবিএমজি’ও স্কুল অব ট্রপিক্যালে পাঠানোর পর জানা যায়, তাঁদের মধ্যে ৩ জন ব্রিটেন স্ট্রেনে ও একজন দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত।

এ দিন ফের উদ্বেগের খবর। বিদেশি স্ট্রেনে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হল ৫। যার মধ্যে ৪ জনের শরীরে হদিশ মিলেছে ব্রিটেন স্ট্রেনের। তাঁদের চিকিৎসা চলছে বেলেঘাটা আইডি’র জিবি ৬ ওয়ার্ডে। চিকিৎসাধীন ব্যক্তির মধ্যে দু’জন নদিয়া, একজন কলকাতা এবং আরেকজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত ব্যক্তির বাড়ি মালদহের রতুয়ায়।

দেশে এখন করোনার দু’টি ভ্যাকসিনে টিকাকরণ হচ্ছে। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মাধ্যমে টিকাকরণ চলছে। তবে কোভিশিল্ড নির্মাতা অ্যাস্ট্রাজেনেকা আগেই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের বিরুদ্ধে কম কাজ করছে তাদের ভ্যাকসিন। তাই কলকাতায় দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের কথা প্রকাশ্যে আসতেই ফের চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। কারণ ব্রিটেন স্ট্রেনের মতোই দক্ষিণ আফ্রিকার স্ট্রেনেরও সংক্রমণ ক্ষমতা বেশি।

আরও পড়ুন: ‘তৃণমূলে যোগ দেওয়াটা বাজে সিদ্ধান্ত,’ পদ্মপতাকা নিয়ে উপলব্ধি মিঠুনের

Next Article