কলকাতা: ফের শীতের শহরে আগুন। মধ্যরাতে আগুন লাগে বরানগরের (Baranagar)ভরতপল্লিতে। ভস্মীভূত পুরনো দিনের একটি গোডাউন।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মাঝরাতে আচমকাই গোডাউন থেকে লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন তাঁরা। কালো কুণ্ডলীকৃত ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসার আগে প্রাথমিকভাবে তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু গোডাউনে প্লাস্টিক-সহ ববু দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।
ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল। দমকলের ৬টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সংকীর্ণ পরিসরে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জেরেই আগুন লেগেছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন: লোকসভায় বিষ্ণুপুর থেকে তাঁকে জেতানোর কাজ করেছিলেন শুভেন্দুই, বিস্ফোরক স্বীকারোক্তি সৌমিত্রর
এই ডিসেম্বরেই শহরে এই নিয়ে বড় ৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত মঙ্গলবার সন্ধ্যায় বাইপাসের নেতাজিনগর কলোনির আগুনে চল্লিশটি ঘর পুড়ে ছাই হয়ে। এরপর বুধবার আগুন লাগে বাগুইআটি বাজারের একটি গোডাউনে। সেখানেও ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। স্থানীয়দের তত্পরতা ও দমকলকর্মীদের চেষ্টা তা নিয়ন্ত্রণে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।