AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লোকসভায় বিষ্ণুপুর থেকে তাঁকে জেতানোর কাজ করেছিলেন শুভেন্দুই, বিস্ফোরক স্বীকারোক্তি সৌমিত্রর

কেন লোকসভায় বিষ্ণুপুরের আসন থেকে বিজেপির টিকিটে জিতে গিয়েছিলেন তিনি? তার পিছনে কাজ করেছিল সেই শুভেন্দু-ক্যারিশ্মাই।

লোকসভায় বিষ্ণুপুর থেকে তাঁকে জেতানোর কাজ করেছিলেন শুভেন্দুই, বিস্ফোরক স্বীকারোক্তি সৌমিত্রর
ফাইল ছবি
| Edited By: | Updated on: Dec 24, 2020 | 9:00 PM
Share

পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর জন্যই লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর আসন থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বুধবার কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডের মঞ্চে দাঁড়িয়ে সৌমিত্র ফাঁস করলেন শুভেন্দু সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য।

তফাতটা মাঝের একটা বছরের। বদলে গিয়েছে দল, বদলে গিয়েছে রাজনৈতিক মঞ্চ। একসময়ের প্রতিপক্ষ এখনকার সহকর্মী। বৃহস্পতিবার কাঁথিতে ছিল শুভেন্দুর শক্তি প্রদর্শনের দিন। একদিকে সৌমিত্র খাঁ, অন্যদিকে, শমীক ভট্টাচার্য, মধ্যমনি শুভেন্দু। রোড শো শেষে সভা করলেন কাঁথির ভূমিপুত্র। তবে প্রথমেই মঞ্চে ওঠেন সাংসদ সৌমিত্র খাঁ। শুভেন্দুকে পাশে নিয়েই বললেন একাধিক কথা। তবে সংবাদপত্রের শিরোনাম হয়ে উঠল সৌমিত্রর বলা এক ‘কনফেসন’। কেন লোকসভায় বিষ্ণুপুরের আসন থেকে বিজেপির টিকিটে জিতে গিয়েছিলেন তিনি? তার পিছনে কাজ করেছিল সেই শুভেন্দু-ক্যারিশ্মাই।

কথাটা যখন সৌমিত্র বললেন, হঠাত্ একটা স্তব্ধতা, বিস্ময় কর্মীদের চোখেমুখে। সৌমিত্র বললেন, “শুভেন্দুদাকে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে না যেতে বলেছিলাম। দাদা যায়নি। তাই আমি জিতেছি” রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সৌমিত্র আসলে জনগণের মধ্যে শুভেন্দু-ফ্যাক্টরটা কতটা স্পর্শকাতর, তা বোঝাতেই এই কথা বলেছেন। কাঁথির মাটিতে অধিকারী পরিবার তথা ভূমিপুত্র শুভেন্দু ম্যাজিক আজ আরও একবার দেখছে গোটা বাংলা। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই সৌমিত্রর এই প্রারম্ভিক ভাষণের রাজনৈতিক তাত্পর্য অপরিসীম হয়ে উঠেছে বিশ্লেষকদের কাছে।

আরও পড়ুন: উনপঞ্চাশকে একান্ন করতে এসেছি: শুভেন্দু

মেদিনীপুরের অমিতের সভা থেকেই শুভেন্দু স্পষ্ট করেছিলেন, বিজেপির সঙ্গে তাঁর যোগ বহুদিনের। সেই ২০১৪ সাল। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি নেতাদের ‘আবদার’ যে তৃণমূলে থাকতেই তিনি মেটাতেন, তা এদিন স্পষ্ট হল সৌমিত্রর কথাতেই।