Kolkata Fire: বাগুইআটিতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় আগুন, সরিয়ে ফেলা হয়েছে আশপাশের বাসিন্দাদের
Kolkata Fire: আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্কের প্রচুর গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলকাতা: সাতসকালে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় আগুন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্কের প্রচুর গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। Key Highlights
- বুধবার সকাল ৯ টা ১৫মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দারা ব্যাঙ্কের জানালা থেকে ধোঁয়া দেখতে বের হতে দেখেন। তখন সেভাবে ব্যাঙ্কের কর্মীরা এসে পৌঁছননি। স্থানীয় বাসিন্দারাই বিষয়টি দেখে দমকলকে খবর দেন।
- প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পরিস্থিতি বুঝে ঘটনাস্থলে দিকে যায় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করছে।
- এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ওই ভবনের অন্যান্য ঘর থেকে গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলা হয়েছে।
- আশপাশে বাড়ির লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ।
- দমকল অধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, প্রাথমিকভাবে তাঁদের লক্ষ্য আগুন নিয়ন্ত্রণে আনা। পরে কারণ খতিয়ে দেখা হবে। তবে ব্যাঙ্কে থাকা প্রচুর নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
- আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। তাই আশপাশের এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে।