কীভাবে লাগল আগুন? সূত্র খুঁজতে বাগবাজার বস্তিতে আজ ফরেনসিক টিম

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: arunava roy

Jan 14, 2021 | 11:50 AM

বৃহস্পতিবার ভোরেও ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ছাইয়ের স্তূপের মধ্যে থেকেই বস্তিবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খুঁজতে দেখা গিয়েছে।

কীভাবে লাগল আগুন? সূত্র খুঁজতে বাগবাজার বস্তিতে আজ ফরেনসিক টিম
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: কীভাবে আগুন লাগল বাগবাজারের বস্তিতে (Bagbazar Fire)? তা জানতেই আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম। ঘটনাস্থলে রয়েছেন শশী পাঁজা, বস্তাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। এসেছেন বস্তি দফতরের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। বৃহস্পতিবারও যানজটে নাকাল শহর। ক্ষীরোদ বিদ্যাবিনোদ অ্যাভিনিউয়ের একাংশ এখনও বন্ধ করে রাখা হয়েছে। একটা লেন দিয়ে গাড়ি চলাচল করছে। পরিস্তিতি খতিয়ে দেখতে এসে পৌঁছেছেন ডিসি ট্রাফিক রূপেশ কুমার।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গাড়ির চাপ। এ দিকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বস্তিবাসীরা। বৃহস্পতিবার ভোরেও ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ছাইয়ের স্তূপের মধ্যে থেকে বস্তিবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খুঁজতে দেখা গিয়েছে।

অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত উদ্বোধন কার্যালয়ও

 

আরও পড়ুন: আজই শহরের পাঁচ মেডিক্যাল কলেজে পৌঁছতে পারে করোনার টিকা

আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্বোধন পত্রিকার কার্যালয়ও। পুড়ে গিয়েছে কার্যালয়ের বেশ কয়েকটি জানলা-দরজা। বুধবার আগুন নেভাতে গিয়ে কয়েকজন দমকল কর্মীও আহত হয়েছেন বলে খবর। রাতে ঘটনাস্থলে যান মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তা খতিয়ে দেখতেই ঘটনাস্থলে যাচ্ছেন তদন্তকারীরা।

Next Article
আজই শহরের পাঁচ মেডিক্যাল কলেজে পৌঁছতে পারে করোনার টিকা
প্রথম দফার ভ্যাকসিন প্রাপকদের সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী