
কলকাতা: এখনই বিদায় নিচ্ছে না শীত। আগামী সপ্তাহে থাকছে শীতের আরও একটা স্পেল। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Fore cast)।
রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় জাঁকিয়ে শীত পড়বে। দু-এক জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের কিছু এলাকায় ঘন কুয়াশা থাকলেও রাজ্যের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।
বৃহস্পতিবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা থাকবে সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। তারপরই ফের নামবে পারদ। বৃষ্টির সঙ্গে সঙ্গে সপ্তাহান্তে তুষারপাত হতে পারে সিকিম এবং দার্জিলিংয়ে। রবি-সোমবার নাগাদ আরও একদফা নামবে পারদ। কলকাতায় থাকবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ ।
আরও পড়ুন: ‘চাই ৪৪ আসন’, আব্বাসের আবদার মেটাতে আলোচনা চান বিমান
বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি।বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। বৃষ্টি হয়নি।