Kolkata Incident: মেলার আমেজ তখন তুঙ্গে, আচমকাই তাতে চিড় ধরাল হাহাকার, আর্তনাদ! নিউটাউনে ভয়ঙ্করকাণ্ড
Kolkata Incident: শনিবার ছিল ছুটির দিন। নতুন বছরের শুরুর আমেজটাও ছিল মানুষের মধ্যে। ফলে অনান্য দিনের তুলনায় শনিবার মেলায় বেশি মানুষের ভিড় হয়।
কলকাতা: ছুটির দিন। স্বাভাবিকভাবে অনান্য দিনের তুলনায় শনিবার মেলায় ভিড় হয়েছিল বেশি। জয় রাইডেও উপচে পড়া মানুষের ভিড়। মেলার আমেজ তখন তুঙ্গে। আচমকাই বিপর্যয়। জয় রাইড ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। কয়েক ফুট উঁচু থেকে ছিটকে মাটিতে পড়ে বেশ কয়েকজন। আহতদের মধ্যে একটি বাচ্চাও রয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। নিউ টাউন হাজরা কালী মন্দিরে চড়ক মেলায় দুর্ঘটনাটি ঘটে। চাঞ্চল্য ছড়ায় কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় সূত্র মারফত খবর, শনিবার সন্ধ্যায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল চড়ক মেলায়। মেলার দোকানিদের সূত্রে জানা যাচ্ছে, চড়ক পুজো উপলক্ষে গত কয়েকদিন ধরে মেলা বসেছে। প্রত্যেক বছরই এই জায়গায় মেলা হয়। তবে করোনা পরিস্থিতির জন্য দু’বছর মেলা বন্ধ ছিল। ফলে এবারের মেলা ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। শনিবার ছিল ছুটির দিন। নতুন বছরের শুরুর আমেজটাও ছিল মানুষের মধ্যে। ফলে অনান্য দিনের তুলনায় শনিবার মেলায় বেশি মানুষের ভিড় হয়।
জয় রাইডগুলিতেও ভিড় ছিল চোখের পড়ার মতো। সন্ধ্যায় আচমকাই একটি জয়রাইড ভেঙে পড়ে। কয়েক ফুট উঁচু থেকে নীচে পড়ে যান বেশ কয়েকজন। অনেকেরই হাতে পায়ে চোট লেগেছে। একটি বাচ্চাও গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গেই তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেএলসি থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জয় রাইডগুলির রক্ষণাবেক্ষণের অভাব ছিল। সঙ্গে বহন ক্ষমতার তুলনায় বেশি মানুষ তোলা হয়েছিল। তাই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা বচ্ছে। নাকি অন্য কোনও কারণ রয়েছে, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। মেলা কর্তৃপক্ষের পাশাপাশি, ওই রাইডের মালিকের সঙ্গেও কথা বলছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “আচমকাই বিকট একটা শব্দ শুনতে পেলাম। আমরা তখন অন্য দিকটায় ছিলাম। সবাই চিৎকার করছে। ছুটোছুটি পড়ে যায়। কখনও ভাবিনি এমনও দৃশ্য দেখতে হবে। এবার থেকে মেলায় গেলে এসব রাইডে উঠতেই ভয় লাগবে।”