আদালতে আত্মসমর্পণ জাগুয়ার কাণ্ডে অভিযুক্ত আরসালান পুত্রের

ঋদ্ধীশ দত্ত |

Apr 20, 2021 | 7:37 PM

অবশেষে এ দিন আত্মসমর্পণ করে এই মামলার প্রধান অভিযুক্ত। গ্রেফতার করা হলেও তাঁর চিকিৎসার বন্দোবস্ত করতে জেল সুপারকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারক।

আদালতে আত্মসমর্পণ জাগুয়ার কাণ্ডে অভিযুক্ত আরসালান পুত্রের
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ২০১৯ সালের ১৭ অগাস্ট। এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছিলে শহর কলকাতা। বিলাসবহুল জাগুয়ার গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বাংলাদেশ থেকে আসা দুই ব্যক্তিকে চাপা দিয়েছিলেন বিখ্যাত বিরিয়ানি বিক্রেতা আরসালান বিরিয়ানির কর্ণধার পুত্র রাঘিব পারভেজ। সেই মামলায় এ দিন অবশেষে আদালতের সামনে আত্মসমর্পণ করলেন রাঘিব। তাঁকে গ্রেফতার করে ১৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দায়রা আদালত।

এর আগে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট। তবে সপ্তাহখানেক আগে তা বাতিল করা হয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালতও আবেদনে সাড়া দেয়নি। তারপর অবশেষে এ দিন আত্মসমর্পণ করে এই মামলার প্রধান অভিযুক্ত। গ্রেফতার করা হলেও তাঁর চিকিৎসার বন্দোবস্ত করতে জেল সুপারকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারক।

আরও পড়ুন: EXCLUSIVE: শীতলকুচিতে বাহিনীর গুলিতে মৃত্যু হয়নি চার ব্যক্তির, প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট

বছরদুয়েক আগের এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন শহরের নামী ব্যবসায়ী অমিত কাজারিয়া এবং তার স্ত্রী কনিকা কাজারিয়াও। আপাতভাবে একে সাধারণ দুর্ঘটনা মনে হলেও পুলিশি তদন্তে একের পর এত নাটকীয় মোড় গোটা মামলা। প্রথমে গ্রেফতার করা হয় আরসালান রাঘিব পারভেজের বড় ভাইকে। কিন্তু পরে জানা যায় গাড়ি চালাচ্ছিল ছোট ভাই। তাঁকে গ্রেফতার করার পর জমা পড়ে চার্জশিটও। এরপর গত বছর জামিন মঞ্জুর করা হয় আরাসালান রাঘিব পারভেজের।

আরও পড়ুন: বাংলায় নতুন ‘অবতারে’ করোনা, কয়েকগুণ ছোঁয়াচে স্ট্রেনের বিরুদ্ধে আদৌ কাজ করবে ভ্যাকসিন?

 

Next Article