‘খেলা হবে’ শব্দবন্ধকে স্বীকৃতি দিয়ে সরকারি কর্মসূচির নাম রাখলেন মমতা!
'খেলা হবে' (Khela Hobe) এটা এখন কেবল আর রাজনৈতিক স্লোগান নয়। হয়ে গেল সরাসরি রাজ্য সরকারের কর্মসূচি (Government Program)।
কলকাতা: ‘খেলা হবে’ (Khela Hobe) এটা এখন কেবল আর রাজনৈতিক স্লোগান নয়। হয়ে গেল সরাসরি রাজ্য সরকারের কর্মসূচি (Government Program)।
একুশের নির্বাচনের আগে ভাইরাল হল ‘খেলা হবে’ স্লোগান। রাম-বাম, গেরুয়া-সবুজ, রাজ্যের প্রথম সারির অনেক নেতানেত্রীর মুখেই ঘুরছিল এই স্লোগান। বাদ যাননি বাম শিবিরের তরুণ প্রজন্মও। সবার মুখে একটাই রা, ‘খেলা হবে… খেলা হবে…’। শহর থেকে শহরতলির বিভিন্ন প্রান্তে চলে ডিজে বাজিয়ে নাচও। ভোটের আগে এসব দেখে বিশ্লেষকদের অনেকেই হেয়ালি করে বলেছেন, জনতা টিকিট কেটে বসে পড়েছেন গ্যালারিতে… খেলা দেখতে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, “হয়ে যাক খেলা… এক পায়ে খেলা হবে।” বিপুল ভোটে জিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের সরকার গঠন করেছেন তিনি। তাই এবার সেই শব্দবন্ধকেই মান্যতা দিতে চান তিনি। ‘খেলা হবে’ এবার সরকারি প্রকল্প।
ক্রীড়া কর্মসূচির নাম রাখা হয়েছে খেলা হবে। এই কর্মসূচির মধ্যে দিয়ে ফুটবলের মানোন্নয়নে রেজিস্টার ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি পুরসভা ও পঞ্চায়েত প্রশাসনের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। রেজিস্টার ক্লাবগুলির তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কোন ক্লাবগুলি আদতে খেলাধুলোয় সক্রিয় আর কোনগুলি নয়, তা সার্ভে করেই তৈরি করা হবে তালিকা।
আরও পড়ুন: করোনা-যুদ্ধে জয়ী ‘কমরেড’! সম্পূর্ণ সুস্থ হয়ে আজই বাড়ি ফিরছেন বুদ্ধবাবু
পুরো প্রক্রিয়াটি ১৮ জুনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর সেই সকল ক্লাবকে ফুটবল পাঠানো হবে। রাজ্যের ‘জয়ী’ প্রকল্পে তৈরি ফুটবলই দেওয়া হবে ক্লাবগুলোকে।