বঙ্গোপসাগরে নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে বাংলায়?

Dec 01, 2020 | 9:08 AM

বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে বাংলায়?
ফাইল চিত্র।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। বইছে উত্তুরে হাওয়া। শিহরণ ধরেছে শরীরে(Weather Forecast)। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই নামল পারদ। বুধবার থেকেই বাংলায় জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় আরও নামবে পারদ।

বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে তার প্রভাব পড়বে না বাংলায়। মূলত দক্ষিণ ভারতেও ঘূর্ণিঝড় হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: অভিষেকের সভায় অনুপস্থিত মৌসম বেনজরি নুর, শুরু জল্পনা

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহভর বজায় থাকবে শীতের আমেজ। জেলাগুলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নামবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। পারদের পতন সেই ইঙ্গিতই দিচ্ছে। সঙ্গে শিরশিরে উত্তুরে হাওয়ার আমেজ।

Next Article