Howrah-Sec V Metro: অফিস যাত্রীদের জন্য বড় সুখবর, হাওড়া লাইনে সকাল সাড়ে ৬টা থেকে চলবে মেট্রো, জেনে নিন পুরো সূচি

Metro Timing: ২২ অগস্ট, শুক্রবার বহু প্রতীক্ষিত মেট্রো রুটের উদ্বোধন হচ্ছে। মোট তিনটি রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপরই সাধারণ মানুষের জন্য নতুন রুটগুলি খুলে দেওয়া হবে।

Howrah-Sec V Metro: অফিস যাত্রীদের জন্য বড় সুখবর, হাওড়া লাইনে সকাল সাড়ে ৬টা থেকে চলবে মেট্রো, জেনে নিন পুরো সূচি
Image Credit source: X (Narendra Modi)

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 21, 2025 | 6:23 PM

কলকাতা: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উদ্বোধন হচ্ছে কলকাতার তিন নতুন মেট্রো রুটের। আর এই তিন রুটের মধ্যে সবথেকে বেশি আগ্রহ তৈরি হয়েছে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুট ঘিরে। এতদিন পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্লানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলত। এবার জুড়ে যাচ্ছে এসপ্লানেড ও শিয়ালদহ। ফলে হাওড়া থেকে মেট্রোয় চেপে সোজা পৌঁছে যাওয়া যাবে তথ্য-প্রযুক্তি তালুকে। সুবিধা হবে অফিস যাত্রীদের। ওই রুট সহ সব নতুন রুটের সময়সূচি এবার প্রকাশ্যে চলে এল।

কোন রুটে কখন চলবে ট্রেন, একনজরে

হাওড়া ময়দান-সেক্টর ৫: সকালে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৬টায়। মেট্রো চলবে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত।

বেলেঘাটা-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়): সকালে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮ টা থেকে, শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ২৮ মিনিটে।

নোয়াপাড়া- জয়হিন্দ বিমানবন্দর: সকাল ৭টা ৫৮ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো, রাতের শেষ মেট্রো থাকবে রাত ৮টা ১০ মিনিটে।

অর্থাৎ হাওড়ার অফিস ফেরত যাত্রীরা সহজেই রাতে মেট্রো ধরে বাড়ি ফিরতে পারবেন। আবার খুব সকালে পরিষেবা চালু হয়ে গেলে অফিস পৌঁছতেও কোনও অসুবিধা হবে না। 

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী মেট্রো উদ্বোধন করার পরই চালু হয়ে যাবে হাওড়া ময়দান-সেক্টর ৫ মেট্রো পরিষেবার। সন্ধ্যা সাড়ে ৬টার পর ওই লাইন খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়া, বাকি দুটি রুট খুলবে আগামী সোমবার অর্থাৎ ২৫ অগস্টের পর থেকে। আপাতত শনিবার এবং রবিবার এই দুটি লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।