Kolkata Metro: শহরে ইতিহাস গড়ার অপেক্ষা! ঠিক কতক্ষণ অন্তর চলবে নতুন রুটের মেট্রো

Kolkata Metro: আগামী ২২ অগস্ট, শুক্রবার তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রুট চালু হয়ে যাবে, মেট্রো চলবে সোজা হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্তও।

Kolkata Metro: শহরে ইতিহাস গড়ার অপেক্ষা! ঠিক কতক্ষণ অন্তর চলবে নতুন রুটের মেট্রো
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 19, 2025 | 11:41 AM

কলকাতা: ২২ অগস্ট ইতিহাস গড়ার অপেক্ষায় কলকাতা মেট্রো। একসঙ্গে মোট ১৪ কিলোমিটার লাইনের উদ্বোধন হবে কলকাতায়। জুড়ে যাবে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন। ভাড়াও নির্ধারিত হয়েছে ইতিমধ্যেই। আর এবার মেট্রোর তরফে জানানো হল, ঠিক কত মিনিট অন্তর চলবে মেট্রো।

নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত যে রুট চালু হবে, সেটি অতিক্রম করবে প্রায় ৬.২৫ কিলোমিটার। মেট্রো সূত্রে খবর, এই রুটে চলা দুটি ট্রেনের মধ্যে সম্ভাব্য সময়ের ফারাক থাকবে ১৫ মিনিট।

কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু রয়েছে। এবার সেই রুটই বিস্তৃত হচ্ছে বেলেঘাটা পর্যন্ত। সব মিলিয়ে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলবে এবার। মোট ৯.৭৯ কিলোমিটার পথ। এই রুটে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানা যাচ্ছে।

এদিকে, শিয়ালদহ ও এসপ্লানেড মেট্রো রুট চালু হয়ে গেলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ একটানা মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। অর্থাৎ মোট ১৫.৬৬ কিলোমিটার পথে চলবে মেট্রো। এই রুটে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানা যাচ্ছে।

মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে যে প্রধানমন্ত্রীর উদ্বোধন করে যাওয়ার পর, ২২ অগস্টেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ চালু পর্যন্ত মেট্রো চালু করে দেওয়া হবে সাধারণ মানুষের পরিষেবার জন্য। তবে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর এবং কবি সুভাষ থেকে বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে আগামী সোমবার থেকে।