Kolkata Metro: একটা রেক যেতে না যেতেই ফের বিভ্রাট, সম্পূর্ণরূপে বন্ধ নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো
Kolkata Metro: নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর এর মাঝে থার্ড লাইনে যে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল তার সাময়িক মেরামত করা সম্ভব হয়েছিল। একটা রেক যেতে না যেতেই ফের বিভ্রাট। সম্পূর্ণরূপে বন্ধ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মধ্যে মেট্রো চলাচল।
কলকাতা: দুপুরে আচমকা গোলযোগ দেখা যায় লাইনে। দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার আপ লাইন থেকে আসে বিভ্রাটের খবর। যার জেরে নোয়াপাড়া এবং বরানগর স্টেশনের মাঝে আপ লাইনে সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, দুপুর ২.১৮ মিনিট নাগাদ ঘটে এ ঘটনা। তার জেরে দীর্ঘ সময় ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। সাময়িক মেরামত করা সম্ভব হয়েছিল। মেরামতির কারণেই দীর্ঘ সময় পাওয়াল ব্লকও ছিল লাইনে। চলাচল করেনি কোনও মেট্রো। পরে মেরামতির পর ফের মেট্রো চলাচলের তোড়জোড়ও শুরু হয়েছিল। কিন্তু, একটা রেক যেতে না যেতেই ফের বিপত্তি। তাতেই বাড়ছে উদ্বেগ।
বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মধ্যে মেট্রো চলাচল। বিপাকে অফিস ফেরত যাত্রীরা। সন্ধ্যার ভরা বাজারে নতুন করে বিভ্রাটের জেরে চাপ বেড়েছে সাধারণ যাত্রীদের মধ্যেও। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে শুরু হয়েছে কাটা সার্ভিস। এখন কবি সুভাষ থেকে নোয়াপাড়া এবং নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে বলে জানা গিয়েছে।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলছেন, “তৃতীয় লাইনের বিদ্যুৎ বিভ্রাট অত্যন্ত খারাপভাবে হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ক্রটি রয়েছে। মেরামত করতে দীর্ঘ সময় লাগবে।” তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন মেট্রোর ইঞ্জিনিয়ররা। জোরকদমে চলছে কাজ। কিন্তু, ভোগান্তি দূর হতে শেষ পর্যন্ত কত সময় লাগবে সে বিষয়ে নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউই।