
কলকাতা: পুজো শেষ। এবার বাকি দুর্গাপুজোর কার্নিভালের। আগামী রবিবার তা অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য ইতিমধ্যেই চলছে বিশেষ প্রস্তুতি। আর পুজোর কার্নিভালের জন্য এবার তাই বড় সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। রবিবার রাতেও অতিরিক্ত ট্রেন ব্লু লাইন ও গ্রিন লাইনে জানানো হল কর্তৃপক্ষের তরফে। মূলত, কার্নিভালের দিন যাত্রীদের ভিড় সামাল দিতেই এই বিশেষ উদ্যোগ নিল মেট্রো রেলওয়ে। জানানো হয়েছে, আগামী ০৫ অক্টোবর ২০২৫, রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে স্বাভাবিক পরিষেবা শেষে চলবে অতিরিক্ত ট্রেন।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন মোট ৬টি বিশেষ ট্রেন (৩টি আপ ও ৩টি ডাউন) চালানো হবে। প্রতিটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে প্রায় ২০ মিনিট। কার্নিভালের দিন রাত্রিবেলায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে তাদের তরফে।
ব্লু লাইন
রবিবার রাতে শহিদ খুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে বিশেষ মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ৩ মিনিটে, ১০ টা বেজে ২৩ মিনিটে ও ১০টা বেজে ৪৩ মিনিটে।
অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে বিশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা বেজে ৫৩ মিনিট, ১০টা বেজে ১৩ মিনিট ও ১০টা বেজে ৩৩ মিনিটে।
গ্রিন লাইন
একইভাবে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ২০ মিনিটে, ১০টা বেজে ৪০ মিনিটে ও ১১ টায়।
অন্যদিকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভি-গামী ট্রেনও ছাড়বে একই সময়ে ১০টা বেজে ২০ মিনিটে, ১০টা বেজে ৪০ মিনিটে ও রাত ১১ টায়।
মেট্রো রেলওয়ের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজো কার্নিভালের জন্য লক্ষ-লক্ষ মানুষের সমাগম হয়। রাত গভীর হলেও যাত্রীদের যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছনো যায়, তার জন্যই এই বিশেষ পরিষেবা চালু রাখা হচ্ছে। এছাড়া, মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে নির্ধারিত সময়সূচি মেনে মেট্রো ধরতে এবং কার্নিভালের দিন যাতায়াতের জন্য আগে থেকেই পরিকল্পনা করতে।