Kolkata Metro: লাইনে ভেঙে পড়ল গাছ, ফের বিভ্রাট, থমকে গেল মেট্রো

Metro Blue Line: কিছুদিন আগেই চালু হয়েছে কলকাতা মেট্রোর একাধিক নতুন রুট। তারপর থেকেই পরপর চলছে নানা বিভ্রাট। অন্যদিকে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষত ব্লু লাইনে প্রায়শই যাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

Kolkata Metro: লাইনে ভেঙে পড়ল গাছ, ফের বিভ্রাট,  থমকে গেল মেট্রো
কলকাতা মেট্রোImage Credit source: Tv9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 09, 2025 | 5:09 PM

কলকাতা: আবারও থমকে গেল মেট্রো পরিষেবা। পুজোর ছুটি শেষে দুদিন হল সব স্কুল-কলেজ খুলেছে। নিত্যযাত্রীদের ভিড় বাড়ছে। আর এরই মধ্যে ব্যস্ত সময়ে বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল। বৃহস্পতিবার বিকেলে কলকাতা মেট্রোর ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বিভ্রাট দেখা গিয়েছে। নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় এদিন।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন বিকেলে ওই লাইনের উপর গাছ পড়ে যায়। বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হয়। বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ওই লাইনটি। পরে তৎপরতার সঙ্গে গাছ কেটে সরানোর ব্যবস্থা করা হয়। এরপর ফের চালু হয় মেট্রো।

কিছুদিন আগেই চালু হয়েছে কলকাতা মেট্রোর একাধিক নতুন রুট। তারপর থেকেই পরপর চলছে নানা বিভ্রাট। অন্যদিকে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষত ব্লু লাইনে প্রায়শই যাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

কিছুদিন আগেই মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা বিপর্যস্ত হয়। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বিভ্রাটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালানো হলেও বাকি রুট বন্ধ ছিল। ২৪ ঘণ্টার মধ্যে পরপর দুবা বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। তবে ইঞ্জিনিয়াররা তৎপরতার সঙ্গে কাজ করে পরিস্থিতি সামাল দেন। এদিকে, বৃহস্পতিবার অফিস ছুটির সময়ে গাছ পড়ে মেট্রো লাইন বন্ধ হয়ে যাওয়ায় ফের হয়রানির শিকার হন যাত্রীরা।