Sealdah Sec V Metro: ফের বিদ্যুৎ বিভ্রাট! গ্রিন লাইনে ফের ব্যাহত মেট্রো পরিষেবা
Sealdah Sec V Metro: বুধবার সকাল ১০টা ৩৬ মিনিট থেকে বিভ্রাট শুরু হয়। সেক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই সিগন্যালিংয়ের সমস্যা তৈরি হয়। তার জেরে সেক্টর ফাইভ থেকে হাওড়াগামী যে মেট্রো বা উল্টো দিক থেকে আসা মেট্রো চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে যায়। যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।

কলকাতা: ২৪ ঘণ্টাও কাটল না। আবারও মেট্রো গ্রিন লাইনে পরিষেবা বিপর্যন্ত। ব্যাহত শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। তবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলছে। এবারও কারণ সেই বিদ্যুৎ বিভ্রাট। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বিদ্যুৎ ট্রিপ করে দিয়েছে বলে মেট্রো সূত্রে খবর। তবে ইঞ্জিনিয়াররা তৎপরতার সঙ্গে কাজ করছেন।
বুধবার সকাল ১০টা ৩৬ মিনিট থেকে বিভ্রাট শুরু হয়। সেক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই সিগন্যালিংয়ের সমস্যা তৈরি হয়। তার জেরে সেক্টর ফাইভ থেকে হাওড়াগামী যে মেট্রো বা উল্টো দিক থেকে আসা মেট্রো চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে যায়। যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।
এক যাত্রী বলেন, “এই ভয়টাই পাচ্ছিলাম। কারণ নিত্য দিনই দেখি মেট্রোয় সমস্যা হচ্ছে। এই নতুন রুটে মেট্রোয় সে অর্থে সমস্যা হচ্ছিল না। এই যে শুরু হল। এবার হয়তো ঘন ঘন এ খবর হবে।”
কাল বিশ্বকর্মা পুজো ছিল। রাস্তাঘাটে ট্রেন গাড়ির সংখ্যা ছিল নিতান্তই কম। সেই রেশ আজ, সোমবারও কাটেনি। তারমধ্যে সপ্তাহের প্রথম দিনে অফিস আওয়ার্সে জটিল হয় পরিস্থিতি। রাস্তায় এদিন বাস-অটোর সংখ্যা কম। তার মধ্যে একদম ঠিক অফিস যাওয়ার টাইমেই মেট্রো চলাচল বন্ধ। এক যাত্রী বলেন, “এই শুরু হয়ে গেল ঝামেলা। এখন দেখবেন ঘন ঘনই মেট্রোয় সমস্যা হবে। এবার এখান থেকে এমন এক পরিস্থিতি, যাঁরা শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাবেন, ট্রেনে শিয়ালদহে পৌঁছে মেট্রো ধরেন। মেট্রো বন্ধ থাকলে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অন্য মাধ্যমে আসাটাও ভীষণ কঠিন। মেট্রো কখন চলবে, সে সব কিছুই জানি না। মেট্রো কখন চলবে, সেটাও বলতে পারছেন না কেউ।”
