কলকাতা: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। শুক্রবারই কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৪২টি ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। কালীঘাট থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বিদায়ী কাউন্সিলরদের মধ্যে ৩৫ জনের নাম বাদ গিয়েছে। সেখানে নতুন মুখ আনা হয়েছে। এ ছাড়াও চারজন কাউন্সিলর প্রয়াত হয়েছেন। সেই জায়গাতে স্বভাবতই নতুন প্রার্থী দিয়েছে দল। এই ৩৫ জনের মধ্যে উত্তর কলকাতা থেকে বাদ পড়েছে ১৭ জন কাউন্সিলরের নাম। দক্ষিণ কলকাতায় তালিকাটা ১৮ জনের নামের।
একই সঙ্গে নিজের ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ডে গিয়ে প্রার্থী হয়েছেন দেবব্রত মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপন সাহা, ঘনশ্রী বাগ, নিজামুদ্দিন শামস, সুশান্ত ঘোষ (স্বরূপ), অরূপ চক্রবর্তী, স্বপন সমাদ্দার, মিতালী বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের প্রার্থী তালিকায় ৬৪ জন মহিলা প্রার্থী রয়েছেন। ১৯ জন তফশিলি জাতির, ২৩ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। বাদ গিয়েছে পুরনো বেশ কয়েকজনের নাম। সেই তালিকায় রয়েছেন, ১ নম্বর ওয়ার্ডের সীতা জয়সয়ারা, ২ নম্বর ওয়ার্ডে পুষ্পালি সিনহা, ৮ নম্বর ওয়ার্ডে পার্থ মিত্র, ১২ নম্বর ওয়ার্ডে প্রণতি ভট্টাচার্য্য, ১৬ নম্বর ওয়ার্ডে সাধন সাহা, ২৫ নম্বর ওয়ার্ডে স্মিতা বক্সি, ৩১ নম্বর ওয়ার্ডে সুনন্দা গুহ, ৪০ নম্বর ওয়ার্ডে স্বপ্না দাস, ৪৮ নম্বর ওয়ার্ডে সত্যেন্দ্রনাথ দে, ১ নম্বর ওয়ার্ডে সঞ্চিতা মন্ডল, ৬০ নম্বর ওয়ার্ডে কাইজার জামিল, ৬৪ নম্বর ওয়ার্ডে ইকবাল আহমেদ (সিনিয়র), ৭৩ নম্বর ওয়ার্ডে রতন মালাকার, ৮৩ নম্বর ওয়ার্ডে মঞ্জুশ্রী মজুমদার, ৯৩ নম্বর ওয়ার্ডে রতন দে, ৯৪ নম্বর ওয়ার্ডে অর্চনা সেনগুপ্ত, ১০০ নম্বর ওয়ার্ডে সুস্মিতা দাম, ১০৬ নম্বর ওয়ার্ডে মধুমিতা চক্রবর্তী, ১১৯ নম্বর ওয়ার্ডে অশোকা মন্ডল, ১২৬ নম্বর ওয়ার্ডে শিপ্রা ঘটক, ১৩৮ নম্বর ওয়ার্ডে তপশিরা বেগম, ১৩৯ নম্বর ওয়ার্ডে আফতাব উদ্দিন আহমেদ, ১৪১ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম।
উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে নিঃসন্দেহে রয়েছেন ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এ ছাড়াও টিকিট পেয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু, শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা, তারক সিং ও তাঁর ছেলে মেয়ে, বিশ্বরূপ দে। যা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বহুদিন পর আবারও পুরসভায় ফেরার লড়াই পরেশ পালের। টিকিট পেয়েছেন তিনিও। নজরে রয়েছেন
কলকাতা পুরসভার ২০২১-এর নির্বাচনে কোন ওয়ার্ডে কে টিকিট পেলেন, রইল পূর্ণাঙ্গ তালিকা —
প্রার্থী কোনও বিধানসভা কেন্দ্রের আওতাধীন
১. কার্তিকচন্দ্র মান্না কাশীপুর বেলগাছিয়া
২. কাকলি সেন কাশীপুর বেলগাছিয়া
৩. দেবীকা চক্রবর্তী কাশীপুর বেলগাছিয়া
৪.গৌতম হালদার কাশীপুর বেলগাছিয়া
৫. তরুণ সাহা কাশীপুর বেলগাছিয়া
৬. সুমন সিং কাশীপুর বেলগাছিয়া
৭. বাপি ঘোষ শ্যামপুকুর
৮. পূজা পাঁজা শ্যামপুকুর
৯. মিতালি সাহা শ্যামপুকুর
১০. সুব্রত বন্দ্যোপাধ্যায় শ্যামপুকুর
১১. অতীন ঘোষ মানিকতলা
১২. মীনাক্ষী গঙ্গোপাধ্যায় মানিকতলা
১৩. অনিন্দ্যকিশোর রাউত মানিকতলা
১৪. অমল চক্রবর্তী মানিকতলা
১৫. শুক্লা ভোড় মানিকতলা
১৬. স্বপন দাস মানিকতলা
১৭. মোহনকুমার গুপ্ত শ্যামপুকুর
১৮. সুনন্দা সরকার শ্যামপুকুর
১৯. শিখা সাহা শ্যামপুকুর
২০. বিজয় উপাধ্যায় শ্যামপুকুর
২১. মীরা হাজরা শ্যামপুকুর
২২. শ্যামপ্রকাশ পুরোহিত জোড়াসাঁকো
২৩. সানোয়ারমল আগরওয়াল জোড়াসাঁকো
২৪. ইলোরা সাহা জোড়াসাঁকো
২৫. রাজেশ সিনহা জোড়াসাঁকো
২৬. তারকনাথ চট্টোপাধ্যায় জোড়াসাঁকো
২৭. মীনাক্ষী গুপ্তা জোড়াসাঁকো
২৮. অয়ন চক্রবর্তী বেলেঘাটা
২৯. ইকবাল আহমেদ বেলেঘাটা
৩০. পাপিয়া ঘোষ বিশ্বাস বেলেঘাটা
৩১. পরেশ পাল মানিকতলা
৩২. শান্তিরঞ্জন কুণ্ডু মানিকতলা
৩৩. চিনু বিশ্বাস বেলেঘাটা
৩৪. অলোকনন্দা দাস বেলেঘাটা
৩৫. আশুতোষ দাস বেলেঘাটা
৩৬. ঘোষণা হয়নি বেলেঘাটা
৩৭. সোমা চৌধুরী জোড়াসাঁকো
৩৮. সাধনা বোস জোড়াসাঁকো
৩৯. মহম্মদ জসিমুদ্দিন জোড়াসাঁকো
৪০. সুপর্ণা দত্ত জোড়াসাঁকো
৪১. রীতা চৌধুরী জোড়াসাঁকো
৪২. মহেশ শর্মা জোড়াসাঁকো
৪৩. সগুফতা পরভিন জোড়াসাঁকো
৪৪. রেহানা খাতুন চৌরঙ্গী
৪৫. শক্তিপ্রতাপ সিং চৌরঙ্গী
৪৬. প্রিয়াঙ্কা সাহা চৌরঙ্গী
৪৭. বিমল সিং চৌরঙ্গী
৪৮. বিশ্বরূপ দে চৌরঙ্গী
৪৯. মোনালিসা বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী
৫০. মৌসুমী দে চৌরঙ্গী
৫১. ইন্দ্রনীল কুমার চৌরঙ্গী
৫২. সোহিনী মুখোপাধ্যায় চৌরঙ্গী
৫৩. ইন্দ্রানী সাহা বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী
৫৪. আমিরুদ্দিন ববি এন্টালি
৫৫. সবিতারানি দাস এন্টালি
৫৬. স্বপন সমাদ্দার এন্টালি
৫৭. জীবন সাহা এন্টালি
৫৮. সন্দীপন সাহা এন্টালি
৫৯. জলি বোস এন্টালি
৬০. মহম্মদ ইয়েজুজার রহমান বালিগঞ্জ
৬১. মনজর ইকবাল বালিগঞ্জ
৬২. সানা আহমেদ বালিগঞ্জ
৬৩. সুস্মিতা ভট্টাচার্য বালিগঞ্জ
৬৪. সাম্মি জাহান বালিগঞ্জ
৬৫. নিবেদিতা শর্মা বালিগঞ্জ
৬৬. ফৈয়জ আহমেদ খান কসবা
৬৭. বিজনলাল মুখোপাধ্যায় কসবা
৬৮. তনিমা চট্টোপাধ্যায় বালিগঞ্জ
৬৯. দিলীপকুমার বোস বালিগঞ্জ
৭০. অসীম বোস ভবানীপুর
৭১. পাপিয়া সিং ভবানীপুর
৭২. সন্দীপরঞ্জন বক্সি ভবানীপুর
৭৩. কাজরী বন্দ্যোপাধ্যায় ভবানীপুর
৭৪. দেবলীনা বিশ্বাস ভবানীপুর
৭৫. নিজামুদ্দিন শামস কলকাতা পোর্ট
৭৬. ষষ্ঠী দাস কলকাতা পোর্ট
৭৭. শামিমা রেহান খান ভবানীপুর
৭৮. সোমা দাস কলকাতা পোর্ট
৭৯. রাম পেয়ারি রাম কলকাতা পোর্ট
৮০. আনওয়ার খান কলকাতা পোর্ট
৮১. জুঁই বিশ্বাস রাসবিহারী
৮২. ফিরহাদ হাকিম ভবানীপুর
৮৩. প্রবীর মুখোপাধ্যায় রাসবিহারী
৮৪. পারমিতা চট্টোপাধ্যায় রাসবিহারী
৮৫. দেবাশিস কুমার বালিগঞ্জ
৮৬. সৌরভ বসু রাসবিহারী
৮৭. মনীষা বোস সাউ রাসবিহারী
৮৮. মালা রায় রাসবিহারী
৮৯. মমতা মজুমদার রাসবিহারী
৯০. চৈতালি চট্টোপাধ্যায় রাসবিহারী
৯১. বৈশ্বানর চট্টোপাধ্যায় কসবা
৯২. অভিষেক মুখোপাধ্যায় কসবা
৯৩. মৌসুমী দাস রাসবিহারী
৯৪. সন্দীপ নন্দী মজুমদার টালিগঞ্জ
৯৫. তপন দাশগুপ্ত টালিগঞ্জ
৯৬. বসুন্ধরা গোস্বামী যাদবপুর
৯৭. দেবব্রত মজুমদার টালিগঞ্জ
৯৮. অরূপ চক্রবর্তী টালিগঞ্জ
৯৯. মিতালী বন্দ্যোপাধ্যায় যাদবপুর
১০০. প্রসেনজিৎ দাস টালিগঞ্জ
১০১. বাপ্পাদিত্য দাশগুপ্ত যাদবপুর
১০২. সীমা ঘোষ যাদবপুর
১০৩. সুকুমার দাস যাদবপুর
১০৪. তারকেশ্বর চক্রবর্তী যাদবপুর
১০৫. সুশীলা মণ্ডল যাদবপুর
১০৬. অরিজিৎ দাসঠাকুর যাদবপুর
১০৭. লিপিকা মান্না কসবা
১০৮. সুশান্তকুমার ঘোষ কসবা
১০৯. অনন্যা বন্দ্যোপাধ্যায় যাদবপুর
১১০. স্বরাজকুমার মণ্ডল যাদবপুর
১১১. সন্দীপ দাস টালিগঞ্জ
১১২. গোপালচন্দ্র রায় টালিগঞ্জ
১১৩. অনিতা কর মজুমদার টালিগঞ্জ
১১৪. বিশ্বজিৎ মণ্ডল টালিগঞ্জ
১১৫. রত্না শূর বেহালা পূর্ব
১১৬. কৃষ্ণা সিং বেহালা পূর্ব
১১৭. অমিত সিং বেহালা পূর্ব
১১৮. তারক সিং বেহালা পশ্চিম
১১৯. ঘোষণা হয়নি বেহালা পশ্চিম
১২০. সুশান্ত ঘোষ বেহালা পূর্ব
১২১. রূপক গঙ্গোপাধ্যায় বেহালা পূর্ব
১২২. সোমা চক্রবর্তী বেহালা পূর্ব
১২৩. সুদীপ পোল্লে বেহালা পূর্ব
১২৪. রাজীবকুমার দাস বেহালা পূর্ব
১২৫. রত্না সরকার বেহালা পশ্চিম
১২৬. ঘনশ্রী বাগ বেহালা পশ্চিম
১২৭. মালবিকা বৈদ্য বেহালা পশ্চিম
১২৮. পার্থ সরকার বেহালা পশ্চিম
১২৯. সংহিতা দাস বেহালা পশ্চিম
১৩০. অভিজিৎ মুখোপাধ্যায় বেহালা পশ্চিম
১৩১. রত্না চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম
১৩২. সঞ্চিতা মিত্র বেহালা পশ্চিম
১৩৩. রণজিৎ শীল কলকাতা পোর্ট
১৩৪. শামস ইকবাল কলকাতা পোর্ট
১৩৫. আখতারি নিজামি শাহজাদা কলকাতা পোর্ট
১৩৬. শামসুজ্জামান আনসারি মেটিয়াবুরুজ
১৩৭. রেহমত আলম আনসারি মেটিয়াবুরুজ
১৩৮. ফরিদা পারভিন মেটিয়াবুরুজ
১৩৯. শেখ মুস্তাক আহমেদ মেটিয়াবুরুজ
১৪০. আবু মহম্মদ তারিক মেটিয়াবুরুজ
১৪১. শিবনাথ গায়েন মেটিয়াবুরুজ
১৪২. রঘুনাথ পাত্র বেহালা পূর্ব
১৪৩. ক্রিস্টিনা বিশ্বাস বেহালা পূর্ব
১৪৪. শেফালি প্রামাণিক পাত্র বেহালা পূর্ব