বিছানায় পড়ে শরীরটা, পচা গন্ধ বন্ধ ফ্ল্যাট পেরিয়ে পৌঁছেছিল প্রতিবেশীদের ঘরেও! শহরে একাকী বৃদ্ধার মর্মান্তিক পরিণতি

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 06, 2021 | 9:42 AM

Kolkata: বেশ কিছু দিন ধরে বৃদ্ধাকে দেখতে না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারওপর পচা গন্ধের উত্স সন্ধানও করছিলেন তাঁরা।

বিছানায় পড়ে শরীরটা, পচা গন্ধ বন্ধ ফ্ল্যাট পেরিয়ে পৌঁছেছিল প্রতিবেশীদের ঘরেও! শহরে একাকী বৃদ্ধার মর্মান্তিক পরিণতি
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে উত্তেজনা একবালপুরে (Ekbalpur)। মৃতার নাম আজিজা ফিরোজ সিদ্দিকি (৬৪)।

বেশ কিছু দিন ধরেই পচাগলা গন্ধ পাচ্ছিলেন একবালপুরের ইব্রাহিম রোডের বাসিন্দা ওই বৃদ্ধার প্রতিবেশীরা। ওই এলাকার একটি আবাসনে দ্বিতীয় তলায় থাকতেন তিনি। তাঁর ছেলেরা দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে বিদেশে থাকেন।

বেশ কিছু দিন ধরে বৃদ্ধাকে দেখতে না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারওপর পচা গন্ধের উত্স সন্ধানও করছিলেন তাঁরা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ওই ফ্ল্যাটে যান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ ডেকেও সাড়়া না মেলায় বিপদ আঁচ করতে পারেন প্রতিবেশীরা। এরপর দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢোকেন।

বৃদ্ধাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীদের কথায়, শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছিল। খবর দেওয়া হয় পুলিশে। তদন্তকারীরা গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

বৃদ্ধার কেয়ারটেকার জানিয়েছেন, দিন চারেক ধরে অসুস্থ ছিলেন বৃদ্ধা। একাকীত্বেও ভুগতেন। বার্ধক্যজনিত কারণ না তাঁর মৃত্যুতে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, বেশ কিছু দিন আগেই মৃত্যু হয়েছে। শরীরে কোনও রোগ বাসা বেঁধে থাকতে পারে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরও পড়ুন: ‘এই তোমরা রাস্তাতে এসব কী করছো?’ টর্চের আলো ফেলতেই বছর বারোর কিশোরীর প্রেমিক চালাল ‘গুলি’

Next Article