‘এই তোমরা রাস্তাতে এসব কী করছো?’ টর্চের আলো ফেলতেই বছর বারোর কিশোরীর প্রেমিক চালাল ‘গুলি’

Murshidabad: প্রতিবাদ করায় যুবতীর সঙ্গে থাকা যুবক পকেট থেকে বন্দুক বার করে গুলি চালায়।

'এই তোমরা রাস্তাতে এসব কী করছো?' টর্চের আলো ফেলতেই বছর বারোর কিশোরীর প্রেমিক চালাল 'গুলি'
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 8:35 AM

মুর্শিদাবাদ: রাস্তায় অন্ধকার জায়গায় আপত্তিকর অবস্থায় এক যুবক যুবতীকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। ওই রাস্তা দিয়ে পাড়ার মেয়ে-বোনেরা যায়, তাতে তাঁদের মধ্যে খারাপ প্রভাব পড়তে পারে, এই মনে করে প্রতিবাদ করেছিলেন যুবক। আর তাতেই চলে গুলি! ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ক্যানেল পাড়ের কাছে। গুলিবিদ্ধ যুবকের নাম জসিমউদ্দিন শেখ।

জসিমুদ্দিন কীর্তিপুর গ্ৰামের বুধরাপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জসিমউদ্দিন ও তাঁর বন্ধু কুলি থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। সেইসময় খড়গ্ৰাম ক্যানেলপাড়ের কাছে রাস্তায় একযুবক যুবতীকে অশ্লীল অবস্থায় দেখতে পান।

প্রতিবাদ করায় যুবতীর সঙ্গে থাকা যুবক পকেট থেকে বন্দুক বার করে গুলি চালায়। হাতে গুলি লাগে জসিমুদ্দিনের। তাঁর বন্ধুর চিত্কারেই স্থানীয়রা ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে প্রথমে খড়গ্ৰাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জসিমুদ্দিনের বন্ধুর বয়ান অনুযায়ী, “আমরা বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। রাস্তায় এক বছর বারোর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি। অন্ধকার রাস্তা। প্রশ্ন করতে বলে এমনি দাঁড়িয়ে আছি। টর্চের আলো ফেলতেই দেখি আরেকটি বাচ্চা মেয়ে ও এক যুবক অশ্লীল অবস্থায় রয়েছে। প্রতিবাদ করাতেই গুলি করে দেয় ওই যুবক।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে খুঁজে বার করার আশ্বাস দিয়েছে। আরও পড়ুন: থামতে বলায় আরটিও আধিকারিকের পায়ের ওপর দিয়ে লরি চালিয়ে দিলেন চালক! ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদে