কলকাতা: দ্বিতীয় দফায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) বৈঠকেও বয়কটের সিদ্ধান্ত নিল বিজেপি (Bengal BJP) পরিষদীয় দল। তাঁদের বক্তব্য, মুকুল রায়কে (Mukul Roy) কমিটির চেয়ারম্যান পদ যতক্ষণ না পর্যন্ত সরানো হবে, ততদিন বৈঠকে যোগ দেবেন না তাঁরা।
আজ, শুক্রবার দুপুর ১২টায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক রয়েছে। পাশাপাশি, চলতি মাসের ২৭ তারিখ তৃতীয় দফার বৈঠক হবে। এদিন, কমিটির চেয়ারম্যান মুকুল রায়ের আসার সম্ভাবনা রয়েছে। আর তিনি না এলে তাপস রায় সভাপতিত্ব করবেন পিএসির বৈঠকে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠক হয়। ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ পিএসি-র ‘ব্যতিক্রমী’ প্রথম বৈঠক হয়। বৈঠকে ছিলেন নির্মল ঘোষ, তাপস রায়, অশোক দেব, দেবব্রত মজুমদার ও স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার ও শ্যামল মণ্ডলরা। কিন্তু যাঁকে ঘিরে এত বিতর্ক, এত সংঘাত, সেই ব্যক্তিই উপস্থিত ছিলেন না বৈঠকে।
সূত্রে খবর, এ দিনের বৈঠকে বিশেষ কোনও বিষয়ে আলোচনা হয়নি। পরবর্তীতে কী কী ভাবে এগোনো হবে, পরের বৈঠকে কী কী আলোচনা হবে, তা স্থির হয়েছে এদিন। মুকুল রায়ের অনুপস্থিতিতে পিএসি-র অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে প্রথম বৈঠক পৌরহিত্য করেন তাপস রায়।
চেয়ারম্যানের অনুপস্থিতিতে বৈঠক হওয়ার সুযোগ বিধানসভার বিধিতে রয়েছে। তবে তার গুরুত্ব কতটা, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে এই বৈঠকগুলিতে বিরোধীরা যে অংশ নেবেন না, তা সেদিন আবারও স্পষ্ট করে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর স্পষ্ট বক্তব্য, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো না হওয়া পর্যন্ত বৈঠক বয়কট করবে বিজেপি। পিএসি’র তৃতীয় দফার বৈঠক আগামী ২৭ অগস্ট বলে খবর।
প্রসঙ্গত, কৃষ্ণনগর থেকে ২ মে বিজেপি-র টিকিটে জিতে ১১ জুন তৃণমূলে যোগ দেন মুকুল। তারপরেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলা এখনও বিচারাধীন। শুভেন্দু বলেন, “তৃণমূল কংগ্রেস রুল ৩০২ লঙ্ঘন করেছে। আইনজীবীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। বিজেপিও প্রস্তুত।”
শুভেন্দু অধিকারী কার্যত স্পষ্ট করে দিয়েছেন, “আইনি লড়াইটা আমরা করব। আমরা ওই চেয়ারম্যানকে মানি না। তাই আমরা কেউ ওই চেয়ারম্যানকে স্বীকৃতি দিতে ওই বৈঠকে যাব না।” আরও পড়ুন: ‘সরকার ত্রিপুরা যাওয়ার জন্য বিমান তৈরির অর্ডার দিয়েছে, এরপর রোজ যাবে’, কটাক্ষ দিলীপের