Kolkata Physical Harassment: সকলের সামনেই করতেন… লিভ-ইন পার্টনারের সঙ্গে বিকৃত যৌনতা, গ্রেফতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা
Kolkata Physical Harassment: মডেলের অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে গ্রেফতার করা হয় এবং তাঁকে তোলা হবে আলিপুর আদালতে ।
কলকাতা: প্রেমিকার সঙ্গে প্রকাশ্যেই যৌন নির্যাতন। সবার সামনে জামা ছেঁড়া, কামড়ে দেওয়ার অভিযোগ। লিভ ইন পার্টনারের অভিযোগের ভিত্তিতে বাংলা সিরিয়ালের অভিনেতাকে গ্রেফতার করল হরিদেবপুর থানার পুলিশ। অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, তাঁর প্রেমিকা বসিরহাটের বাসিন্দা। তাঁর সঙ্গে গত ৬ মাস আগে কাজের সূত্রেই পরিচয় হয়। পেশায় মডেল ওই তরুণী অভিনেতার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তরুণী। তিনি মঙ্গলবার সন্ধ্যায় হরিদেবপুর থানায় অভিনেতার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ অভিনেতাকে গ্রেফতার করে। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হবে।
সূত্র মারফত জানা যাচ্ছে, ছয় মাসের সম্পর্ক ছিল অভিনেতার সঙ্গে তরুণীর। এবং সে অভিযোগ করেছে এই ছ’মাসের মধ্যে তাঁকে বারবার লাথি,ঘুষি,এমনকি কামড়ে দিয়েছেন অভিনেতা। এমনটাই অভিযোগ। পাশাপাশি লোকজনের সামনে জামাকাপড় ছিড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।
নিগৃহীতার অভিযোগ, গত সোমবারও ঠিক এরকম ঘটনা ঘটে। তাঁকে মারধর ও জামাকাপড় ছিড়ে দেওয়া হয়। ওই অবস্থায় তিনি এম আর বাঙ্গুর হাসপাতালে গিয়ে নিজের শারীরিক পরীক্ষাও করেন তিনি। প্রেমিক তাঁর নিজের বাড়িতেই এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।
মডেলের অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে গ্রেফতার করা হয় এবং তাঁকে তোলা হবে আলিপুর আদালতে । অসিতেরবিরুদ্ধে৩৪১,৩২৩,৩২৪,৩৫৪,৩৫৪বি,৫০৬,৫০৯ আইপিসি সেকশনে মামলা রুজু করা হয়েছে। যদিও অভিনেতার বক্তব্য, এসব মিথ্যা অভিযোগ।