রেড রোডের সেই মর্মান্তিক বাস দুর্ঘটনায় গ্রেফতার চালক

Jul 04, 2021 | 2:11 PM

Red Road Accident: রেড রোড বাস দুর্ঘটনার পর এক যাত্রী দাবি করেছিলেন, সম্ভবত মত্ত অবস্থায় ছিলেন গাড়ির চালক।

রেড রোডের সেই মর্মান্তিক বাস দুর্ঘটনায় গ্রেফতার চালক
ফাইল ছবি (দুর্ঘটনার দিন)

Follow Us

কলকাতা: রেড রোডে (Red Road) ফোর্ট উইলিয়ামের সামনে বাস দুর্ঘটনায় (Bus Accident) চালক গ্রেফতার। নাম সৈয়দ ইবরার হোসেন। কামারহাটি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

বিধি নিষেধ শিথিল হওয়ার পর প্রথম যে বাসের চাকা গড়াল, সেদিনই মর্মান্তিক দুর্ঘটনায় সাক্ষী থাকে রেড রোড। প্রথমে একটি বাইকে ধাক্কা মারে, তারপর পাঁচিলে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। ফোর্ট উইলিয়ামের সামনে যেখানে রেড রোড বন্ধ, সেখানে আইল্যান্ড দিয়ে পার্ক স্ট্রিটের দিকে ঘুরতে গিয়ে হটাৎ ব্রেক ফেল করে। আর তাতেই দুর্ঘটনা।

আরও পড়ুন: কার্যালয় থেকে হিঁচড়ে এনে দলীয় কর্মীকে ‘গুলি’! মদন বললেন, ‘২০১৩-র পর থেকেই এলাকায় গুন্ডাগিরি বেড়েছে’

ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। বাসের ২০-২৫ জন যাত্রীও আহত হন। তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সেদিন ঘটনাস্থলে যান কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ঘটনার পর থেকে পলাতক ছিলেন বাসের চালক। ঘটনার পর বাসের এক যাত্রী দাবি করেছিলেন, সম্ভবত মত্ত অবস্থায় ছিলেন গাড়ির চালক। তিনি জানান, দুর্ঘটনার পরও বেশ কিছুক্ষণ বাসেই বসেছিলেন ওই চালক। তাঁকে দেখে মত্ত বলে মনে হয়েছিল প্রত্যক্ষদর্শীদের। তাঁর খোঁজে তল্লাশি চলছিল। শনিবার কামারহাটি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। বাস চালক আদৌ সেদিন মত্ত ছিলেন কিনা, তা জানার চেষ্টা চলছে। সেই ধারায় মামলা রুজু হবে।

Next Article