কলকাতা: বিধান নগর পুলিশ কমিশনারেট এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার মূল চক্রী মহম্মদ সাহাবান (৩৩)।গার্ডেনরিচ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ, বুধবার তাকে বারাসাত কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, গত এক মাসের মধ্যে বিধান নগর পুলিশ কমিশনারেট এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। মূলত বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে সকাল বেলায়। কেউ বাজার করে ফিরছিলেন কিংবা কেউ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, তাঁরাই মূলত ছিনতাইবাজদের কবলে পড়ছিলেন।
গত ২৫ জুলাই সকালে নিউটাউন বিসি ব্লকের বাসিন্দা এক মহিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর গলার হার ছিনতাই করে পালিয়ে যায়। ওই মহিলা নিউটাউন থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গার্ডেনরিচ এলাকা থেকে সাহাবানকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, চার জনের একটি গ্যাং রয়েছে। প্রত্যেকটি কেসে চার জন একসঙ্গেই ‘অপারেশনে’ বেরোত। দুটি বাইক যেতে তারা। নিউটাউন থানার পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ারের কাজ চলে যাওয়ার পর পরিচয় দিতেন এসআই হিসাবে! এই ‘ঠগ’এর কীর্তি আরও মারাত্মক