AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: দোলের কলকাতায় অভব্য আচরণ! বাড়াবাড়ি করতে গিয়ে গারদে ঢুকল যারা…

Kolkata Police: দিনভর কলকাতা পুলিশের সজাগ নজরদারির জেরে এদিন বড়সড় কোনও বিপত্তি এড়ানো গিয়েছে শহরে। এদিন অভব্য আচরণের জন্য কলকাতা পুলিশ মোট ৩০৫জনকে গ্রেফতার করেছে। এর পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে প্রচুর বেআইনি মদও। সব মিলিয়ে মোট প্রায় ৪৭ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Kolkata Police: দোলের কলকাতায় অভব্য আচরণ! বাড়াবাড়ি করতে গিয়ে গারদে ঢুকল যারা...
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Mar 25, 2024 | 8:17 PM
Share

কলকাতা: দোলের দিন শহর কলকাতায় যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সকাল থেকে কড়া নজরদারি ছিল কলকাতা পুলিশের। জায়গায় জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছিল। শহরের রাস্তায় ছিল পর্যাপ্ত সাদা পোশাকের পুলিশও। পুলিশের বাইক পেট্রোলিং টিম ও মহিলা পুলিশের উইনার্স টিমও পর্যাপ্ত সংখ্যায় মোতায়েন ছিল শহরে। দিনভর কলকাতা পুলিশের সজাগ নজরদারির জেরে এদিন বড়সড় কোনও বিপত্তি এড়ানো গিয়েছে শহরে। এদিন অভব্য আচরণের জন্য কলকাতা পুলিশ মোট ৩০৫জনকে গ্রেফতার করেছে। এর পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে প্রচুর বেআইনি মদও। সব মিলিয়ে মোট প্রায় ৪৭ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

উল্লেখ্য, দোলযাত্রা ও হোলি উপলক্ষ্যে সোমবার ও মঙ্গলবার দু’দিনই শহরজুড়ে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। কোনওরকম অভব্য আচরণ ঠেকাতে শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। শহরজুড়ে বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছে পুলিশের পিসিআর ভ্যান। পুলিশের এই সতর্ক নজরদারির জেরেই অভব্য আচরণের অভিযোগে ৩০৫ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রসঙ্গত, অতীতে বিভিন্ন সময়ে এই উৎসবের দিনগুলিতে শহরে বাইকের তাণ্ডব দেখা গিয়েছে। দেদার মদ্যপান থেকে শুরু করে হুল্লোড়… এমনকী ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই গাড়ি-বাইক ছোটানোর মতো ঘটনা ঘটেছে অতীতে।

প্রতিটি উৎসবের দিনে তাই শহরে এই ধরনের কোনও অনভিপ্রেত ঘটনা যাতে এড়ানো যায়, তার জন্য সর্বদা সচেষ্ট থাকে পুলিশ। এবারও দোলের জন্য আগেভাগে শহরজুড়ে প্রায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করার প্ল্যানিং করে ফেলা হয়েছিল। আর তাতেই কলকাতা পুলিশের হাতে এল এই সাফল্য। নির্ঝঞ্ঝাটে যাতে শহরবাসী বসন্তের উৎসব পালন করতে পারে, তার জন্য কলকাতার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৩০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।