কলকাতা: কলকাতা কোভিড ‘সুনামি’। ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন প্রথম সারির যোদ্ধারাই। পুলিশ থেকে নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। লালাবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশে মোট কোভিড আক্রান্ত বেড়ে ৮৬ জন। নতুন করে ৩ ডিসি আক্রান্ত হয়েছেন বলে লালবাজার সূত্রে খবর।
পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায়, ঠিক কতটা গতিতে বাড়ছে সংক্রমণ। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা পুলিশে কোভিড আক্রান্ত হয়েছিলেন ২২ জন পুলিশকর্মী। ডিসি ট্রাফিক সাউথের রিপোর্ট পজিটিভ আসে সোমবার। মোট আক্রান্ত ৮৩ জন। কোভিড আক্রান্ত হয়েছেন অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল। সূত্রের খবর, তিনি এখন রয়েছেন হোম আইসোলেশনে।
সোমবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। পজিটিভিটি রেট ১৬ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ।
এর আগের পর্যায়েও মারাত্মকভাবে ভাইরাসে সংক্রমিত হয়েছিল ‘কলকাতা পুলিশ’! মৃত্যু হয়েছিল একাধিক পুলিশকর্মী-কর্তার। এবার মৃত্যুর হার কম। তবে সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। কলকাতায় মারাত্মক ভাবে ছড়াচ্ছে করোনা। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায়। শুক্রবার, কলকাতায় পজিটিভিটি রেট ছিল সাড়ে ১৮ শতাংশ। আর এবার সেই সংখ্যা ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। অর্থাৎ, যাঁরা কোভিড টেস্ট করছেন, তাঁদের প্রতি চার জনের মধ্যে এক জন পজিটিভ।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার এ রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ৭৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতায় গত একদিনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮০১ জন। মৃত্যু হয়েছে চারজনের। এদিনের বুলেটিনে উদ্বেগ বাড়ি মাথা চাড়া দিয়েছে পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট ১৯.৫৯ শতাংশ। গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৭ জন। সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ।
রবিবার যে নমুনা পরীক্ষা করা হয়েছে, তারই রিপোর্ট এসেছে সোমবার। সকলেরই জানা, রবিবার ছুটির দিন থাকায় নমুনা পরীক্ষা কম হয়। ফলে পর পর দু’দিন সংক্রমণ ৬ হাজার নিয়ে কোথাও স্বস্তির কোনও অবকাশই নেই। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ও ধারাবাহিকভাবে দেখা গিয়েছে, বাকি দিনের তুলনায় সোমবারের বুলেটিনে সংক্রমণ কিছুটা কম আসে। কিন্তু এবার সেই ছবিতে খুব একটা হেরফের হয়নি। রবিবার রাজ্যে সংক্রমণ ছিল ৬ হাজার ১৫৩। নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩৮ হাজার ৬৩৩টি। সোমবার সংক্রমণ ৬ হাজার ৭৮। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৩০টি।
আরও পড়ুন: Kolkata Airport: কলকাতা থেকে দুুবাইগামী বিমানের পাঁচ যাত্রী পজিটিভ, চাঞ্চল্য
আরও পড়ুন: COVID19 Protocol: জারি নাইট কার্ফু, পার্ক-সার্কাস থেকে রুবি মোড়, সর্বত্রই চলছে নাকা চেকিং