ফরেন্সিক তদন্তে আরও গতি বাড়াচ্ছে কলকাতা পুলিশ, এবার নামানো হচ্ছে বিশেষ টিম

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 26, 2021 | 6:29 PM

Kolkata police: ডিভিশনাল ফরেন্সিক টিমের জন্য ইন্সপেক্টর ও স সাব ইন্সপেক্টর পদের ৩২ জন অফিসারকে বাছাই করা হয়েছে।

ফরেন্সিক তদন্তে আরও গতি বাড়াচ্ছে কলকাতা পুলিশ, এবার নামানো হচ্ছে বিশেষ টিম
ফাইল চিত্র।

Follow Us

সুজয় পাল, কলকাতা: ডিভিশনাল ফরেন্সিক টিম তৈরি করছে কলকাতা পুলিশ। ফরেন্সিক তদন্তে আরও গতি আনতে, সুষ্ঠু পথে তদন্ত এগিয়ে নিয়ে যেতে কলকাতা পুলিশের এই বিশেষ দলের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কোথাও কোনও ঘটনা ঘটলে, কিংবা দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেই টিম ঘটনাস্থলে পৌঁছবে। দ্রুততার সঙ্গে প্রমাণ সংগ্রহ করবে।

৯টি ডিভিশনের প্রতিটিতে ২ জন প্রশিক্ষণ প্রাপ্ত অফিসার থাকবেন। তাঁদের কাজ হবে, আওতাধীন এলাকায় ঘটনা কিংবা দুর্ঘটনা যাই ঘটুক না কেন দ্রুত পৌঁছে যাওয়া। এমনকী এলাকায় কোনও রকম অপরাধ ঘটলেও দ্রুত পৌঁছে যাবেন তাঁরা। ঘটনাস্থল ঘিরে নমুনা নষ্টের আগেই প্রমাণ সংগ্রহ নিশ্চিত করবেন তাঁরা। পরে ফরেন্সিক টিম গিয়ে যাতে আরও নমুনা জোগাড় করতে পারে তাও নিশ্চিত করাই এই বিশেষ টিমের কাজ হবে বলে লালবাজার সূত্রে খবর।

ডিভিশনাল ফরেন্সিক টিমের জন্য ইন্সপেক্টর ও স সাব ইন্সপেক্টর পদের ৩২ জন অফিসারকে বাছাই করা হয়েছে। ইতিমধ্যেই হাতে কলমে প্রশিক্ষণের কাজও শুরু হয়ে গিয়েছে তাঁদের। এরপর বিভিন্ন অফিসে তাঁদের মোতায়েন করা হবে। দেওয়া হবে জরুরি কিট। থাকবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর সমস্ত রকম ব্যবস্থা। এই উদ্যোগে কোনও ঘটনার ফরেন্সিক রিপোর্ট আরও নিখুঁত হবে বলে মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তারা।

শহরের এক প্রাক্তন পুলিশ কর্তার কথায়, “ফরেন্সিক অফিসারস বলতে কলকাতা পুলিশের অফিসারদের মধ্যে থেকেই তাদের বেছে নেওয়া হবে। তাদের ট্রেনিং দেওয়া হবে। সিন অব ক্রাইম হোক কিংবা দুর্ঘটনাস্থল, আগুন লেগেছে কোনও জায়গায় হোক সেখানে তদন্তের জন্য কিছু ফরেন্সিক নমুনা সংগ্রহ করতে হয়। বহু দিন ধরেই কলকাতা পুলিশের অফিসাররা তা করে আসছেন। যদি প্রত্যেক ডিভিশনে এরকম ইউনিট থাকে তা হলে এফএসএল থেকে বিশারদদের আসতে যে সময় লাগে তা বাঁচবে। খুব তাড়াতাড়ি নমুনা সংগ্রহ করা যাবে।” আরও পড়ুন: কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে অভিষেক, মমতার রাজধানী সফরের আগে নতুন কোনও ইঙ্গিত?

Next Article