কলকাতা: কলকাতা পুলিশে (Kolkata Police) বাড়ছে থানার সংখ্যা। যাদবপুর থানা (Jadavpur Police Station) এলাকাকে দু’ভাগে ভেঙে এ বার গল্ফ গ্রিন হিসেবে (Golf Green Police Station) নতুন থানার সংযোজন হচ্ছে। যাদবপুর থানার উপর চাপ কমাতেই দীর্ঘ দিন আগে এলাকাকে দু’ভাগে ভেঙে দু’টি পৃথক থানা গঠনের সিদ্ধান্ত হয়েছিল। অবশেষে সোমবার থেকে নতুন থানা পথ চলা শুরু করছে। ফলে এ বার কলকাতার মোট থানার সংখ্যা ৭৮ হতে চলেছে।
যাদবপুর থানার অন্তর্গত এলাকার ব্যাপ্তি এবং তার আইনশৃঙ্খলা সমস্যা সর্বদাই বড় ইস্যু হয়ে থেকেছে। যেহেতু এই থানার অন্দরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও অবস্থান, সেই কারণে যাদবপুর এলাকার আইনশৃঙ্খলা সর্বদাই চিন্তার কারণ হয়ে থেকেছে লালবাজারের। যে কথা মাথায় রেখেই ভোটের আগেই যাবদপুর থানাকে দু’টি থানায় ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সূত্রের খবর, সোমবারই নতুন গল্ফ গ্রিন থানার উদ্বোধন করবেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র (Soumen Mitra)।
আরও পড়ুন: বড় খবর! প্রাইমারি টেটের নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট
দক্ষিণ কলকাতার টালিগঞ্জের জুবিলি পার্ক থেকে বাঘাযতীন পর্যন্ত এলাকাই পড়ে যাদবপুরের থানার অন্দরে। নতুন গল্ফ গ্রিন থানার অন্দরে গোটা গল্ফ গ্রিন এলাকা, টালিগঞ্জের কিছু অংশ এবং বিক্রমগড়ের একটা বড় অংশ অন্তর্ভুক্ত হবে। উদ্বোধনের সময় কলকাতার নগরপাল ছাড়াও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকতে পারেন বলে খবর। তবে নতুন থানা তৈরি এখানেই শেষ নয়।
সূত্রের খবর, অদূর ভবিষ্যতে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও ত্রুটিমুক্ত করতে যাদবপুর, পাটুলি ও নেতাজি নগরের কিছু অংশ মিলিয়ে পৃথক বাঘাযতীন থানা তৈরি করা হতে পারে।
আরও পড়ুন: তিন ঘণ্টার ম্যারাথন জেরা অভিষেকের শ্যালিকাকে, কী বলছে সিবিআই