কলকাতা: প্রতি বছরের মতো এবারও দুর্গা পুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার কার্নিভাল হবে রেড রোডে। সব প্রস্তুতি প্রায় শেষ। এদিকে, প্রস্তুতি চলছে ‘দ্রোহের কার্নিভালের’ও। মঙ্গলবারই ‘দ্রোহের কার্নিভালের’ ডাক দিয়েছেন চিকিৎসকরা। তার আগে দেখা গেল অভিনব ছবি। সোমবার দুপুরে দেখা গেল, রানি রাসমণি রোডে দাঁড়িয়ে আছে সারি সারি খালি বাস। কেন এগুলি এভাবে রাস্তার ওপর দাঁড়িয়ে, তার কোনও স্পষ্ট উত্তর নেই।
প্রশ্ন উঠেছে, তবে কি ‘দ্রোহের কার্নিভাল’ আটকাতেই এই কৌশল নিয়েছে কলকাতা পুলিশ? খালি বাস দিয়ে এমনভাবে বেষ্টনী তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে সেখানে কিছুই প্রবেশ করতে না পারে। রানি রাসমণি অ্যাভিনিউয়ের মূল সড়ক ব্যারিকেড করে রাখা হয়েছে। পুলিশও মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচিগুলি ঠিক যে জায়গায় হয়, সেই রাস্তা ধরেই দূরপাল্লার খালি বাসগুলি দাঁড়িয়ে আছে।
এই অবস্থা দেখে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। তাঁরা বলছেন, দ্রোহের কার্নিভাল আটকাতেই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ।
কয়েকদিন আগে দুর্গা পুজোর ষষ্ঠীর দিন চিকিৎসকদের ‘পরিক্রমা’ আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সে দিন ধর্মতলায় বাস ও ট্যাঙ্কারের চাবি নিয়ে রাস্তা আটকে রাখার অভিযোগও ওঠে। অনেকেই বলছেন, এটা কলকাতা পুলিশের একটি পুরনো কৌশল।
সোমবার স্বাস্থ্য ভবনে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে চিকিৎসকদের সংগঠনের বৈঠক ছিল। সেখানে এই খালি বাস দাঁড় করানোর বিষয়ে প্রশ্ন তোলা হয়। চিকিৎসকেরা বলেন, ‘দ্রোহ কার্নিভাল আটকাতে রানি রাসমণি রোডে পুলিশ দূরপাল্লার খালি বাস দাঁড় করিয়ে রেখেছে বলে শুনছি। এই বিষয়গুলিই তো আমরা বলছি। একদিকে এ সব হচ্ছে। আর আপনারা আমাদের সঙ্গে বৈঠক করছেন?’ এ কথা শুনে স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী বলেন, “আপনারা সবটা জানেন না। আমাদের কোনও খারাপ উদ্দেশ্য নেই।”