AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হ্যাক হয়ে যাচ্ছে কলকাতার একাধিক মহিলার হোয়াটসঅ্যাপ, অভিযোগ পেতেই সক্রিয় পুলিশ

হ্যাক করার পর সেই মহিলাদের কাছে থেকে মোটা অঙ্কের টাকাও দাবি করছে হ্যাকাররা। এমন একাধিক অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ।

হ্যাক হয়ে যাচ্ছে কলকাতার একাধিক মহিলার হোয়াটসঅ্যাপ, অভিযোগ পেতেই সক্রিয় পুলিশ
অলংকরণ- অভিজিৎ বিশ্বাস
| Updated on: May 21, 2021 | 7:46 PM
Share

কলকাতা: হোয়াটসঅ্যাপও কি আর তবে নিরাপদ নয়? সম্প্রতি যে তথ্য কলকাতা পুলিশের হাতে উঠে এসেছে তাতে এই আশঙ্কা কয়েকগুণ জোরাল হয়ে গিয়েছে। কলকাতার একের পর এক মহিলার ব্যক্তিগত হোয়াইসঅ্যাপ হ্যাক হয়ে গিয়েছে। হ্যাক করার পর সেই মহিলাদের কাছে থেকে মোটা অঙ্কের টাকাও দাবি করছে হ্যাকাররা। এমন একাধিক অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ।

সূত্রের খবর, দক্ষিণ কলকাতার আলিপুর এলাকা থেকে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। অভিযোগের সংখ্যা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারেন, ব্যবহারকারীদের খুব ছোট-খাটো ভুলের জেরেই হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে। সূত্র মারফৎ এমনটাই জানানো হয়েছে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে। মূলত ওটিপি শেয়ার করেই মহিলারা এমন জালিয়াতির শিকার হচ্ছেন বলে মনে করা হচ্ছে।

তদন্তে নেমে গোয়েন্দা পুলিশ জানাচ্ছে, ফেসবুক অধীনস্থ সংস্থা হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশনে কোনও গলদ পাওয়া যায়নি। কিন্তু যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তাঁদের ছোট ভুলের সুযোগ নিয়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়ে অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া হচ্ছে।

কী সেই ভুল?

ব্যবহারকারীরা সকলেই জানেন, হোয়াটসঅ্যাপ ইন্সটল করার সময় এসএমএস-র মাধ্যমে একটি ওটিপি আসে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়ে সেই ওটিপি কোনওভাবে হাতিয়ে নিয়ে হ্যাকার নিজের ফোনে ওই ব্যবহারকারীর হোয়াইসঅ্যাপ ইন্সটল করে ফেলছে। অন্যদিকে যাঁর আসল হোসাটসঅ্যাপ অ্যাকাউন্ট তিনি নিজেই ব্যবহার করতে পারছেন না। অতীতেও দেখা গিয়েছে, ছলে-বলে-কৌশলে জামতাড়া গ্যাংয়ের মতো একাধিক অসাধু চক্র এই ওটিপি ব্যবহার করে কীভাবে একের পর এক জালিয়াতি করেছে। এ বার হোয়াটসঅ্যাপ হ্যাক করেও একই ধরনের হ্যাকিং চলছে।

আরও পড়ুন: নারদ মামলায় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট

এই বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে জয়েন্ট সিপি ক্রাইম টুইট করে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওটিপি শেয়ার করার এমন বহু অনুরোধ আসছে। যদি কোনও ব্যক্তি কারোর খুব পরিচিত এবং ঘনিষ্ঠও হন, সেক্ষেত্রেও যে কোনও ধরনের ওটিপি শেয়ার করার থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে গভীর তদন্ত চালানো হলেও এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত ধরা পড়েনি। ফলে কী কারণে এহেন প্রতারণা বা কী ধরনের পরিকল্পনা করে এই জালিয়াতি করা হচ্ছে সেটা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: কৃষিমন্ত্রীই থাকছেন শোভনদেব, যেতে চাইছেন না রাজ্যসভায়, জানালেন মুখ্যমন্ত্রীকে