Kolkata Police: কলকাতা পুলিশ চালু করল বিশেষ ‘স্মার্ট কার্ড’, মিলবে ঢালাও সুযোগ-সুবিধা

Kolkata Police: কলকাতা পুলিশের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাও। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনিও। মন্ত্রী বলেন, “আজ প্রণাম সদস্যদের হাতে স্মার্ট কার্ড দেওয়া হল। আমিও কৌতূহল নিয়ে কলকাতা পুলিশের কমিশনারের থেকে বিষয়টি জানতে চাইলাম। জানতে পারলাম, কতগুলি সুবিধা এই স্মার্ট কার্ডের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে।”

Kolkata Police: কলকাতা পুলিশ চালু করল বিশেষ 'স্মার্ট কার্ড', মিলবে ঢালাও সুযোগ-সুবিধা
কলকাতা পুলিশের স্মার্টকার্ডImage Credit source: TV9 Bangla and Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2024 | 8:24 PM

কলকাতা: শুধু শহরের আইন-শৃঙ্খলা রক্ষা করাই নয়, একইসঙ্গে বিভিন্ন সামাজিক কাজকর্মও অবিরাম চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। এবার কলকাতা পুলিশের তরফে আনা হল এক নতুন উদ্যোগ। চালু করা হল বিশেষ এক ধরনের স্মার্ট কার্ড। শহর তিলোত্তমার প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে পুলিশের ‘প্রণাম’ উদ্যোগ। সেই ‘প্রণাম’ উদ্যোগের সদস্যদের জন্য চালু করা হল এই বিশেষ স্মার্ট কার্ড। এই স্মার্ট কার্ডের সাহায্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ‘প্রণাম’ সদস্যরা। একইসঙ্গে কিছু মেডিসিন চেইন থেকেও ওষুধ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ও ছাড় পাবেন তাঁরা। সুবিধা মিলবে রক্ত পরীক্ষা-সহ বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও।

এদিন কলকাতা পুলিশের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাও। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনিও। মন্ত্রী বলেন, “আজ প্রণাম সদস্যদের হাতে স্মার্ট কার্ড দেওয়া হল। আমিও কৌতূহল নিয়ে কলকাতা পুলিশের কমিশনারের থেকে বিষয়টি জানতে চাইলাম। জানতে পারলাম, কতগুলি সুবিধা এই স্মার্ট কার্ডের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে।”

অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার বিনীত গোয়েলও জানান, “এঁরা সবাই বয়স্ক মানুষ। তাঁরা কীভাবে অগ্রাধিকার ভিত্তিতে ও ছাড়-সহ বিভিন্ন পরিষেবা পেতে পারেন, সে জন্যই এই উদ্যোগ। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সুবিধা মিলবে। অনেককেই হাসপাতালে গিয়ে অপেক্ষা করতে হয়, তাঁরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে পরিষেবা পান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও মেডিসিন চেইনের সঙ্গে টাই-আপ করা হয়েছে।”