আলিপুর কোকেন কাণ্ডে ভিন রাজ্যের যোগ! ৩ রাজ্যে তল্লাশি অভিযান লালবাজারের

সৈকত দাস |

Feb 26, 2021 | 9:59 PM

মাদক কাণ্ডের সূত্র খুঁজতে ২৪ জনের একটি তালিকা তৈরি করেছে লালবাজার

আলিপুর কোকেন কাণ্ডে ভিন রাজ্যের যোগ! ৩ রাজ্যে তল্লাশি অভিযান লালবাজারের
ফাইল ছবি

Follow Us

কলকাতা: নিউ আলিপুর মাদক কাণ্ডে (New Alipore Drug Case) ভিন রাজ্যের যোগ! এবার রাকেশ ও পামেলা কাণ্ডে ভিন রাজ্য পাড়ি দিলেন লালবাজারের গোয়েন্দারা। কলকাতা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে ৩টি রাজ্যে তল্লাশি অভিযান শুরু করেছেন লালবাজারের কর্তারা। শুধু তাই নয়, মাদক কাণ্ডের সূত্র খুঁজতে ২৪ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে আবার ১২ জনকে জিজ্ঞাসাবাদ পর্বও সেরে ফেলেছেন তাঁরা।

আরও পড়ুন: পামেলাকাণ্ডে শঙ্কুদেব পণ্ডা-অনুপম হাজরাকে নোটিস কলকাতা পুলিশের

সম্প্রতি ড্রাগকাণ্ডে গ্রেফতার হয়েছেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)। এরপরই তাঁকে জেরা করে উঠে আসে বিজেপির আরেক প্রভাবশালী নেতা রাকেশ সিং (Rakesh Singh)-এর নাম। রাকেশকেও গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ করছে রাজ্যের শাসক দল। এদিকে দফায় দফায় পামেলা গোস্বামী ও রাকেশ সিংকে জেরা করে আরও বেশ কিছু প্রভাবশালীর নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রের খবর। এর মধ্যে আবার একটি অডিয়ো ক্লিপও হাতে পেয়েছে পুলিশ। তার অব্যবহিত পরে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা ও অনুপম হাজরাকে নোটিস পাঠিয়েছে লালবাজার।

আরও পড়ুন: ‘রাকেশের আমার ওপর ইন্টারেস্ট ছিল, আমাকে অন্য চোখে দেখা শুরু করে…’ বোমা ফাটালেন পামেলা

এবার জানা যাচ্ছে, মাদক কাণ্ডে মোট ২৪ জনের একটি তালিকা তৈরি করেছেন গোয়েন্দারা। তাঁদের মধ্যে আবার অর্ধেক সংখ্যককে জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন তাঁরা। এখন পামেলা গোস্বামী ও রাকেশ সিংয়ের বাড়ি ও সংলগ্ন এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। সেগুলি খতিয়ে দেখে পরবর্তী পর্যায়ের তদন্তে শুরু হবে।

Next Article