Khidirpur Road Accident: শেষ পর্যন্ত টনক নড়ল পোর্টের, রাস্তার বেহাল দশা খতিয়ে দেখতে তৈরি হল অনুসন্ধান কমিটি
Kolkata: এই রাস্তা কবে ঠিক করা হয়েছিল, তারপর এই রাস্তায় আর কোনও কাজ হয়েছে কি না, কেন এতো দিন ধরে রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে... সেই সব বিষয়গুলি খতিয়ে দেখবেন এই অনুসন্ধান কমিটির আধিকারিকরা।

কলকাতা : শনিবার রাতে খিদিরপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় (Road Accident in Kolkata) মৃত্যু হয়েছে পুরনিগমের কাউন্সিলর রাম পেয়ারে রামের পুত্র রাম কিঙ্করের। ওই ঘটনার পর শেষ পর্যন্ত টনক নড়ল পোর্টের (Kolkata Port)। রবিবার সকালের পোর্টের তরফে একটি এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। পোর্টের তৈরি এই অনুসন্ধান কমিটিতে থাকবেন চেয়ারম্যান সম্রাট লাহিড়ি। মূলত এই রাস্তা কবে ঠিক করা হয়েছিল, তারপর এই রাস্তায় আর কোনও কাজ হয়েছে কি না, কেন এতো দিন ধরে রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে… সেই সব বিষয়গুলি খতিয়ে দেখবেন এই অনুসন্ধান কমিটির আধিকারিকরা।
উল্লেখ্য, শনিবার রাতেই বেহাল রাস্তায় একটি সার বোঝাই ট্রাক উল্টে গিয়েছিল একটি গাড়ির উপর। সেই গাড়িতে ছিলেন স্থানীয় কাউন্সিলরের ছেলে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। এরপর থেকেই আবারও বেআব্রু হয়েছিল এই এলাকার রাস্তার বেহাল দশার কথা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বছর দেড়েক আগেই এই রাস্তার মেরামতের কাজ হয়েছিল। কিন্তু তারপরও দেড় বছর পার হতে না হতেই ফের রাস্তা খানা-খন্দে ভরে গিয়েছে। রবিবার সকালেই টিভি নাইন বাংলায় প্রকাশ করা হয়েছিল, এই রাস্তার বেহাল অবস্থার কথা। ৭ ফুট, ১০ ফুট, ১৫ ফুট ব্যাসার্ধের এক একটি গর্ত। তার গভীরতাও প্রায় দুই ফুট মতো।
শনিবার যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, তার দুইপাশে রয়েছে পোর্টের গোডাউন। বন্দর থেকে নিত্যদিন ট্রাক আসে এখানে। মাল বোঝাই ট্রাক। স্বাভাবিকভাবেই রাস্তার উপর তার প্রভাবও পড়ে। জানা গিয়েছে, বছর খানেক আগে এই রাস্তার হাল আরও খারাপ ছিল। পুরনিগম থেকে একাধিকবার বলার পরে শেষ পর্যন্ত বছর দেড়েক আগে রাস্তা মেরামতের কাজ করা হয় পোর্টের তরফে। কিন্তু বছর দেড়েকের মধ্যে কেন আবার এই বেহাল দশা? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে। এমন পরিস্থিতিতে এবার অনুসন্ধান কমিটি গঠন করা হল পোর্টের তরফে।





