কলকাতা: আগামী তিন দিন রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
আগামী ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে বৃষ্টি হবে। ঝাঁপিয়ে বৃষ্টি হবে কলকাতা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত থাকবে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়। পরের দিকে বৃষ্টি বাড়বে নদিয়া, মুর্শিদাবাদ-সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে।
আরও পড়ুন: ‘দলে না ফিরলে একশো দিনের কাজ পাবে না’, বিতর্কিত মন্তব্য ভাঙড়ের তৃণমূল নেতার
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ড থেকে ক্রমশ বিহারের দিকে সরছে নিম্নচাপ। রাজস্থান থেকে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে এই অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই আগামী তিন দিন বৃষ্টি চলবে রাজ্য জুড়ে।