কলকাতা: নিউটাউনে (Newtown) ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্র। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গতকাল কসবা থানা এলাকার বোসপুকুরের বাসিন্দা ইকোপার্ক থানায় অভিযোগ করেন। তাঁর বয়ান অনুযায়ী, চলতি মাসের গত ২৪ তারিখ তাঁর মেয়েকে ওই কলেজের প্রথম বর্ষের এক ছাত্র ধর্ষণ করে। এরপরই অসুস্থ হয়ে পড়েন তাঁর মেয়ে।
সেদিনের পর থেকে তাঁর মেয়ে শারীরিক ও মানসিভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। এখনও চিকিৎসাধীন রয়েছে প্রথম বর্ষের ওই ছাত্রী। এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইকো পার্ক থানার পুলিশ।
রবিবার অভিযুক্ত ছাত্রকে নিউ টাউন থেকে গ্রেফতার করা হয়। আজ, সোমবার ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হবে। ওই যুবতীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হবে কতটা ভিত্তি রয়েছে। ২৪ তারিখ আদৌ কী ঘটনা ঘটেছিল, যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন ওই যুবতী, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ।
জানা গিয়েছে, নিউটাউনের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে একই সঙ্গে পড়ত ওই ছাত্রছাত্রী। ২৪ তারিখ ওই তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গত ২৪ তারিখ বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তরুণীর পরিবারের বয়ান অনুযায়ী, অভিযুক্ত একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকত। সেখানেই ছেলেটির সঙ্গে দেখা করতে গিয়েছিল মেয়েটি। তারপরই ফাঁকা ঘরে তরুণীর ওপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। তরুণীর বয়ান খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের বয়ান কতটা যুক্তিযুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Abhijit Murder Case: মা ও দাদার গোপন জবানবন্দি প্রয়োজন, অনুমতি পেতে আদালতে সিবিআই