Jagdeep Dhankhar: এখন অনেকটাই সুস্থ রাজ্যপাল, রাজভবনে সৌজন্য সাক্ষাতে বিরোধী দলনেতা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 03, 2021 | 7:28 AM

Governor Jagdeep Dhankhar: বিরোধী দলনেতার সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি নিজেই টুইটারে জানিয়েছেন রাজ্যপাল। তবে কী কারণে তাঁদের সাক্ষাত্, তা স্পষ্ট করে কিছু বলেননি।

Jagdeep Dhankhar: এখন অনেকটাই সুস্থ রাজ্যপাল, রাজভবনে সৌজন্য সাক্ষাতে বিরোধী দলনেতা
রাজভবনে রাজ্যপাল-বিরোধী দলনেতা সাক্ষাত্ (ছবি টুইটার)

Follow Us

কলকাতা: রাজভবনে ফের রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)-শুভেন্দু (Suvendu Adhikari) সাক্ষাত্। মঙ্গলবার রাতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাত্ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। ভোট পরবর্তী সময়ে, এই সাক্ষাত্ অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিরোধী দলনেতার সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি নিজেই টুইটারে জানিয়েছেন রাজ্যপাল। তবে কী কারণে তাঁদের সাক্ষাত্, তা স্পষ্ট করে কিছু বলেননি।

সম্প্রতি রাজ্যপাল উত্তরবঙ্গ সফর সেরে ফিরেছেন। রাজ্যসরকারকে (State Government) নিশানা করে রাজ্যপাল বলেন, বলেন, “আমি অত্যন্ত বিব্রতবোধ করছি। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই হিংসা ও শোষণতন্ত্রের এমন বীভত্‍স প্রকাশ। রাজ্যে আইপিএস অফিসাররাও ঠিক করে কাজ করছেন না। এমনকী মুখ্যসচিব পর্যন্ত…। রাজ্যে আমলাতন্ত্র এখন রাজনৈতিক দলের দাস। আমলারা জনতার জন্য নয়, সরকারের জন্য কাজ করেন। তাঁরা সরকারের দাস। সাধারণ মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হন। সাংবিধানিক প্রধান হয়ে আমি এটুকুই বলতে পারি।”

গত কয়েকদিন ম্যালেরিয়ায় (Malaria) আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি ছিলেন রাজ্যপাল। বর্তমানে রাজ্যপালের শারীরিক অবস্থা ঠিক আছে। তিনি সুস্থ হয়ে উঠেছেন ম্যালেরিয়া থেকে। এরপর আজ সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রথমে রাজধানীতে পশ্চিমবঙ্গের সরকারি অতিথি নিবাস বঙ্গভবনে ছিলেন তিনি। সেখানেই জ্বর জ্বর অনুভব করতে শুরু করেছিলেন তিনি এবং পরে পরীক্ষা করা হলে তাঁর ম্যালেরিয়া ধরা পড়ে। ২৪ অক্টোবর থেকে বঙ্গভবনেই তাঁর চিকিৎসা চলছিল রাজ্যপালের। ২৫ অক্টোবর জ্বর বাড়ায় ভরতি করা হয়েছিল দিল্লি এইমসে।

সম্প্রতি দার্জিলিং সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অনুমান করা হচ্ছে, দার্জিলিং সফরে গিয়েই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার থেকেই জ্বর জ্বর অনুভব করছিলেন রাজ্যপাল। তারপর দেরি না করে শনিবারই রক্ত পরীক্ষা করান জগদীপ ধনখড়। রক্ত পরীক্ষার রিপোর্টে তাঁর শরীরে ম্যালেরিয়ার সংক্রমণ ধরা পড়ে।

উল্লেখ্য, পুজোর মরশুমে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উত্তরবঙ্গ সফর শেষে বাগডোগরা বিমানবন্দর থেকেই রাজ্যপাল সোজা রাজধানীর উদ্দেশে রওনা দেন। জানা গিয়েছে, সেই সময় তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিকই ছিল।

কিন্তু দিল্লিতে পৌঁছানোর পর শুক্রবার থেকেই জ্বর জ্বর অনুভব করতে শুরু করেন রাজ্যপাল। তিনি রাজভবনে ফিরে আসতেন তাঁর সঙ্গে দেখা করতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। কথা হয় সাম্প্রতিক ইস্যু নিয়েও।

আরও পড়ুন: ‘রাগ করিস না ভাই শুভেন্দু,’ বিরোধী নেতার কাছে আচমকা ‘ক্ষমাপ্রার্থী’ কল্যাণ!

Next Article