কলকাতা: দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে (Sayantan Basu) শোকজ করল বিজেপি। মঙ্গলবার তাঁকে শোকজের চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ‘দলবিরোধী’ মন্তব্যের জন্যই শোকজ করা হয়েছে। তবে বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়নি। রাজনৈতিক মহলের জল্পনা, আসানসোলের পুরপ্রশাসক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক অবস্থান নিয়ে সায়ন্তন বসুর মন্তব্যই এই শোকজের কারণ।
সম্প্রতি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছিল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে লেখা তাঁর একটি ‘বিস্ফোরক’ চিঠি ও তদুপরি ঘটনায় জিতেন্দ্র দল ছাড়ার বিষয়টি রাজনৈতিক মহলে তুমুল জল্পনা তৈরি করে। ঘটনাচক্রে সেদিন দলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারীও। বিজেপি তথা রাজনৈতিক মহলে গুঞ্জন রটতে থাকে, জিতেন্দ্র তিওয়ারিও বোধহয় শুভেন্দুর পথেই হাঁটবেন। কিন্তু রাতারাতি ভোলবদলে জিতেন্দ্র বলেন, ‘আমি দিদির সঙ্গেই থাকব।’
উল্লেখ্য, জিতেন্দ্রর বিজেপি-যোগ সম্ভাবনা উত্থাপিত সঙ্গে সঙ্গেই দলের অন্দরেই একটি দ্বিতীয় মত তৈরি হয়। যাঁরা জিতেন্দ্রকে বিজেপিতে স্বাগত জানাতে নারাজ। সেসময় কথা বলেছিলেন বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পাল-সহ আরও অনেক বিজেপির শীর্ষ নেতা। সায়ন্তন বসুও জিতেন্দ্র বিজেপি যোগদান সম্ভাবনা নিয়ে মুখ খুলেছিলেন। মনে করা হচ্ছে, সেই ইস্যুকে কেন্দ্র করেই তাঁকে শোকজ করা হয়েছে।
আরও পড়ুন: বিবেকানন্দের জন্মদিনেই ফের বাংলায় পা রাখছেন শাহ!
তবে সায়ন্তনকে শোকজ চিঠি পাঠানোর সঙ্গে সঙ্গেই বিজেপি তথা রাজনৈতিক মহলে আরও একটি প্রশ্ন উঠতে শুরু করেছে, অগ্নিমিত্রা পাল বা বাবুল সুপ্রিয় কীভাবে একই ধরনের মন্তব্য করে ছাড় পেয়ে গেলেন? সেক্ষেত্রে কি ‘দলবিরোধী’ মন্তব্যই দায়ী নাকি জিতেন্দ্রকে দলে টানতে না পেরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আশাভঙ্গই কারণ?