রাজ, জুন- একাধিক নতুন মুখ, বদলাতে পারে পুরনোদের দফতরও! নয়া স্ট্র্যাটেজিতে নতুন মন্ত্রিসভা সাজাচ্ছেন মমতা

May 09, 2021 | 1:03 PM

সোমবারই শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন মন্ত্রিসভার সদস্যরা।

রাজ, জুন- একাধিক নতুন মুখ, বদলাতে পারে পুরনোদের দফতরও! নয়া স্ট্র্যাটেজিতে নতুন মন্ত্রিসভা সাজাচ্ছেন মমতা
অলংকরণ- অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: সোমবারই শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন মন্ত্রিসভার সদস্যরা। বেলা ১১টা নাগাদ বিধানসভাতেই রাজ্যের মন্ত্রীরা শপথ নেবেন। বিকাল ৩টেয় নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে।

স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও অর্থমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। অমিত মিত্রকে অর্থ দফতরের উপদেষ্টা মণ্ডলীর মাথা করা হতে পারে। কিংবা যোজনা কমিশনের ধাঁচে কোনও প্রতিষ্ঠান তৈরি করা হতে পারে। সেখানে অমিত মিত্রকে আনা হতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই দফতরের দায়িত্ব সামলাবেন। পাশাপাশি এক জন প্রতিমন্ত্রী রাখা হবে। নতুন, পুরনো মিলেই এই মন্ত্রিসভা তৈরি করা হবে। এমনকি দেখা যাবে, এমন অনেক মুখকেই, যাঁরা প্রথমবার বিধানসভায় জয়ী হয়ে এসেছেন। সেরকম মুখ হিসাবে সুশান্ত মাহাতো, বীরবাহা হাঁসদাকে দেখা যেতে পারে। জুন মালিয়া কিংবা রাজ চক্রবর্তীর মধ্যে এক জনকে দেখা যেতে পারে মন্ত্রিসভায়। থাকবেন সুব্রত মুখোপাধ্যায়।

দফতর বদল হওয়ার সম্ভাবনা রয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এ বিষয়ে উল্লেখ করা প্রয়োজন, এ বছর থেকে যেহেতু দুয়ারে রেশন পৌঁছবে, ফলে এই দফতর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা নিয়ে এখনও কাটাছেঁড়া চলছে।  এবছর ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন মুর্শিদাবাদ ও মালদার মানুষ। সেক্ষেত্রে এই দুটি জেলা থেকে চার জন মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা থেকে সাবিত্রি মিত্র ও সাবিনা ইয়াসমিন এবং মুর্শিদাবাদ থেকে সুব্রত সাহা ও অপূর্ব সরকারের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্ব মেদিনীপুর থেকে অধিকারী পরিবারের প্রধান বিরোধী বলে যিনি পরিচিত, সেই অখিল গিরির মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহণ মন্ত্রী হিসাবে মদন মিত্র ও শিক্ষামন্ত্রী হিসাবে ব্রাত্য বসুর নাম উল্লেখ থাকতে পারে। উল্লেখ্য, মদন মিত্রের ক্ষেত্রে অবশ্যই পরিবহণ দফতর নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। তবে মদন মিত্রের শারীরিক যে পরিস্থিতি, সেটা কতটা সঙ্গ দেবে, তা নিয়েও তৃণমূল অন্দরে জল্পনা রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনাতে তৃণমূল কংগ্রেস ৩১টি আসনের মধ্যে ৩০ টি আসন পেয়েছে, ফলে সেখান থেকেও নতুন কয়েকটি মুখ আসতে পারে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা মন্ত্রী হতে পারেন। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকেও আনা হতে পারে মন্ত্রিসভায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হতে পারে মেখলিগঞ্জ থেকে নির্বাচিত পরেশচন্দ্র অধিকারী, জলপাইগুড়ি থেকে মন্ত্রী হতে পারে প্রদীপ বর্মা, উত্তর দিনাজপুর থেকে মন্ত্রী হতে পারেন গোলাম রব্বানি, দক্ষিণ দিনাজপুর থেকে মন্ত্রী হতে পারেন বিপ্লব মিত্র, হুগলি থেকে মন্ত্রী হতে পারেন স্নেহাশিস চক্রবর্তী।

আরও পড়ুন: শপথ নিয়েই কোভিড নিয়ন্ত্রণে তৎপর রাজ! বারাকপুরে ২০০ বেডের কোভিড হাসপাতাল তৈরির উদ্যোগ

একনজরে সম্ভাব্য মুখ, কে কোন দফতর পেতে পারেন দেখে নিন

স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও অর্থ- মমতা বন্দ্যোপাধ্যায়
পরিবহণ দফতর- মদন মিত্র
শিক্ষা দফতর- ব্রাত্য বসু অথবা মানিক ভট্টাচার্য
সেচমন্ত্রী- মানস ভুঁইঞা
পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী- বীরবাহা হাঁসদা
পর্যটন মন্ত্রী- ইন্দ্রনীল সেন
ক্রীড়া প্রতিমন্ত্রী- মনোজ তিওয়ারি

 

Next Article