AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের, বানতলায় মৃত ২

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) লেদার কমপ্লেক্স থানার বামনঘাটা (Bamanghata) এলাকায়।

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের, বানতলায় মৃত ২
ফাইল চিত্র
| Updated on: Apr 13, 2021 | 10:33 AM
Share

কলকাতা: সাতসকালেই অফিস টাইমে বাস-বাইকের মুখোমুখি সংঘর্ষ। বাইক থেকে ছিটকে বাসের তলায় ঢুকে যান দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু দু’জনের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) লেদার কমপ্লেক্স থানার বামনঘাটা (Bamanghata) এলাকায়। মৃতদের নাম বিমল নস্কর ও চন্দন বাছার। দুজনেরই বয়স বছর তিরিশের মধ্যেই।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বানতলার দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক। ২১৩ নম্বর রুটের একটি বাসের মুখোমুখি পড়ে যান তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। চোখের নিমেশে বাইক থেকে ছিটকে বাসের নীচে ঢুকে যান দুই যুবক।

Kolkata Bantala Leather Complex Police Station Bike Accident

বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবক

আরও পড়ুন: ভিআইপি রোডে জ্বালিয়ে দেওয়া হল একের পর এক বাস-গাড়ি! সভা শেষে ফেরার পথে দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলেন মমতা

এক জনের মাথায় হেলমেট ছিল, অপর জনের ছিল না। মাথায় গুরুতর চোট লাগে একজনের। অপর জনের বাঁ হাত ভেঙে যায়, চোখে আঘাত লাগে। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তাঁঁদের সিএনএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে।