ভিআইপি রোডে জ্বালিয়ে দেওয়া হল একের পর এক বাস-গাড়ি! সভা শেষে ফেরার পথে দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলেন মমতা

বাগুইআটি (Baguiati) ভিআইপি রোডের (VIP Road) ধারে এই দৃশ্য দেখে গাড়ি দাঁড় করাতে বলেন মমতা (Mamata Banerjee)।

ভিআইপি রোডে জ্বালিয়ে দেওয়া হল একের পর এক বাস-গাড়ি! সভা শেষে ফেরার পথে দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলেন মমতা
জ্বলছে বাস
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 5:36 PM

কলকাতা: একের পর এক গাড়ি দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ভরেছে চারদিক। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন সবেমাত্র দমদমের সভা শেষ করে ফিরছিলেন। বাগুইআটি (Baguiati) ভিআইপি রোডের (VIP Road) ধারে এই দৃশ্য দেখে গাড়ি দাঁড় করাতে বলেন মমতা (Mamata Banerjee)। কীভাবে আগুন লাগল, খোঁজ নেওয়া শুরু করেন।

ঘটনাস্থলে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন দমকল মন্ত্রী সুজিত বসুকে। ফোন করেন দমকলকেও। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সুজিত বসু। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

Mamata Banerjee Baguiati VIP Road Kolkata Fire

দৃশ্য দেখে দাঁড়িয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়

আরও পড়ুন: সংযুক্ত মোর্চার সিপিএম এজেন্ট হওয়াই কি কাল? ‘শিক্ষককে ক্লাবে আটকে হাতে বোমা-বন্দুক ধরিয়ে ছবি তোলাল তৃণমূল!’

তবে স্থানীয়রা বলছেন, এর আগেও একাধিকবার ভিআইপি রোডের ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগেছে। একের পর এক পরিত্যক্ত গাড়ি পুড়ে গিয়েছে। কীভাবে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দেন নেত্রী।