বছরে শুরুতেও জাঁকিয়ে শীত! আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ সব জেলায় নামবে তাপমাত্রা

Jan 01, 2021 | 8:46 AM

আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে সামান্য করে বাড়বে তাপমাত্রা।

বছরে শুরুতেও জাঁকিয়ে শীত! আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ সব জেলায় নামবে তাপমাত্রা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: নতুন বছরের প্রথম দিনেই জাঁকিয়ে শীত। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ সব জেলার তাপমাত্রা সামান্য কমবে। পূর্বাভাস আবহাওয়া  (Weather) দফতরের ।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা ছিল ১২. ৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক ছিল ২৫.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে সামান্য করে বাড়বে তাপমাত্রা। তবে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। রবিবার জম্মু-কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাব এই বাধা পাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়া আর পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবি ও সোম বার।

আরও পড়ুন: নতুন বছরের শুভেচ্ছাবার্তাতেও ‘খোঁচা’ রাজ্যপালের! আমফান টেনে বললেন, “প্যারালাইসিস প্রশাসন”

উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। সোমবার ফের তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। ইতিমধ্যেই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে।

Next Article