Kolkata Weather Update: দাবদাহ থেকে মুক্তি, আজ দিনভর বৃষ্টি হবে রাজ্যজুড়ে, জানাল হাওয়া অফিস
Kolkata Weather Update: আলিপুর আবহওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিনই মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে।
কলকাতা: অসহ্য গরম যেন কিছুতেই কমছে না। ঝড়়-বৃষ্টি হচ্ছে তবে ভ্যাপসা গরম থেকে মুক্তি যেন মিলছে না রাজ্যবাসীর। বৃহস্পতিবারও কলকাতা সহ রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কোথাও-কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিনই মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। বুধবার বিকেলে শহতলির একাধিক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা আরও একটু বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
প্রসঙ্গত, সোমবারই কালবৈশাখীতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। বৃহস্পতিবার ফের সেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। আগামী দুদিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে।
কলকাতার ক্ষেত্রে দিনের বেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে বলে আবহাওয়াবিদদের অনুমান।