‘তৃণমূল প্রার্থীদের মনোনয়ন বাতিলের সব রকম চেষ্টা করছে কমিশন’
তৃণমূল (TMC) প্রার্থীদের মনোনয়ন বাতিলের জন্য সব রকম চেষ্টা করছে নির্বাচন কমিশন (Election Commission)।
কলকাতা: তৃণমূল (TMC) প্রার্থীদের মনোনয়ন বাতিলের জন্য সব রকম চেষ্টা করছে নির্বাচন কমিশন (Election Commission)। আবারও অভিযোগ তুললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পুরুলিয়ার জয়পুরের প্রার্থীর কথা উল্লেখ করেন তিনি।
শুক্রবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে পার্থ বলেন, “সিবিআই সব রকম ভাবে চেষ্টা করছে আমাদের প্রার্থীদের মনোনয়ন বাতিল করতে। জয়পুরের প্রার্থী হাইকোর্টে বলার পরও থেমে থাকেনি। আবার ডিভিশন বেঞ্চে গেছে। ডিভিশন বেঞ্চ বহাল রাখবে।”
পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার। বুধবার তাঁর মনোনয়ন পত্র ত্রুটিপূর্ণ দাবি করে বাতিল করে দেয় কমিশন। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি। রিট পিটিশন দাখিল করেন উজ্জ্বল।
বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি পর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানান, মনোনয়ন পত্রে কোনও আইনগত ত্রুটি নেই। তাই কমিশন যেন তা গ্রহণ করে। আদালতের এই রায়ের বিরুদ্ধে শুক্রবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। ডিভিশন বেঞ্চও তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেয়।