জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সত্ত্বেও কীভাবে মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগে? জনস্বার্থ মামলা হাইকোর্টে
নন্দীগ্রামের (Mamata Banerjee Injured In Nandigram) ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে এবার হাইকোর্টে (High Court) জনস্বার্থ মামলা দায়ের হল।
কলকাতা: নন্দীগ্রামের (Mamata Banerjee Injured In Nandigram) ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে এবার হাইকোর্টে (High Court) জনস্বার্থ মামলা দায়ের হল। সরজিৎ সাহা নামে এক সমাজকর্মী এই মামলা করেছেন।
মামলাকারী উল্লেখ করেছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে, যে আসলে নন্দীগ্রামে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠিক কী ঘটেছিল, কীভাবে পায়ে চোট পেলেন তিনি। কিন্তু প্রশ্ন থাকছে, এক জন মুখ্যমন্ত্রীর জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটতে পারে?
মামলাকারীর আরও বক্তব্য, ঘটনার পরই এফআইআর করা হয়। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে কেন গ্রেফতার করল না? আগামী শুক্রবার এই মামলার শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
প্রসঙ্গত, নন্দীগ্রামে বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনায় শুক্রবারই দিল্লির দরবার করেছে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: ‘প্রত্যক্ষদর্শীদের বাড়িতে গিয়ে ভাত খাচ্ছেন শুভেন্দু’, বিরুলিয়ার ঘটনায় এবার অন্য মোড়
পাশাপাশি নন্দীগ্রামের ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে বেরিয়ে সৌগত রায় বলেন, “আমরা জানিয়েছি মমতার ওপর হামলা আসলে ষড়যন্ত্র ছিল। কোনও দুর্ঘটনা নয়।” তৃণমূলের আরও অভিযোগ, ডিজি, এডিজিকে পরিকল্পিতভাবে সরানো হয়েছে। এদিকে, ঘটনার মুহূর্তের ছবি ‘পাবলিক ডোমেনে’ এনে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্বও।