Drinking Water Problem: বছর ঘুরলেই কলকাতায় পানীয় জলের সমস্যার মুশকিল আসান? বড় খবর দিলেন মেয়র

Drinking Water Problem: ধাপা জয় হিন্দ জল প্রকল্পে প্রতিদিন ৩০ মিলিয়ন গ্যালন পানীয় জল পরিশোধিত বা উৎপাদিত হয়। এই অতিরিক্ত ২০ মিলিয়ন গ্যালন জলে তপসিয়া থেকে বাইপাসের ধারে বিভিন্ন এলাকা যাদবপুর এবং টালিগঞ্জের কিছু অংশ বাসিন্দারা উপকৃত হবেন।

Drinking Water Problem: বছর ঘুরলেই কলকাতায় পানীয় জলের সমস্যার মুশকিল আসান? বড় খবর দিলেন মেয়র
কী বললেন মেয়র? Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Aug 12, 2025 | 3:33 PM

কলকাতা: জানুয়ারির মধ্যেই ধাপা জয় হিন্দ জল প্রকল্পে প্রতিদিনের প্রয়োজনে অতিরিক্ত ২০ মিলিয়ন গ্যালন পানীয় জল পরিশোধনের প্রকল্প তৈরি হয়ে যাবে। মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের আধিকারিকদের নিয়ে ধাপা জয় হিন্দ জল প্রকল্প পরিদর্শন করেন। তারইমধ্যে দেন এই খবর। 

ধাপা জয় হিন্দ জল প্রকল্পে প্রতিদিন ৩০ মিলিয়ন গ্যালন পানীয় জল পরিশোধিত বা উৎপাদিত হয়। এই অতিরিক্ত ২০ মিলিয়ন গ্যালন জলে তপসিয়া থেকে বাইপাসের ধারে বিভিন্ন এলাকা যাদবপুর এবং টালিগঞ্জের কিছু অংশ বাসিন্দারা উপকৃত হবেন। গড়িয়া ঢালাই ব্রিজের কাছে একইভাবে আরও ১০ মিলিয়ন গ্যালন অতিরিক্ত জল উৎপাদনের জন্য আরও একটি জল প্রকল্প তৈরি করছে কলকাতা পৌরসভা। 

মেয়র বলছেন প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়ে গেলে কলকাতায় পানীয় জলের সমস্যা আর থাকবে না, ডিপ টিউবয়েলের প্রয়োজনীয়তা কমে যাবে। এর আগে ধাপা জল প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেয়র। এখন কাজের অগ্রগতি অনেকটাই ত্বরান্বিত হয়েছে, গোটা কার্যক্রম পরিদর্শনের পর জানালেন ফিরহাদ।