AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Koustav Bagchi: বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে FIR, কেন?

Koustav Bagchi: প্রসঙ্গত, ২০২৩ সালে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পালটা জবাব হিসাবে দীপক ঘোষের লেখা বইয়ের প্রসঙ্গ উল্লেখ করে পালটা মমতাকে খোঁচা দেন কৌস্তভ বাগচি।

Koustav Bagchi:  বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে FIR, কেন?
কৌস্তভ বাগচী (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: May 30, 2025 | 9:29 PM
Share

কলকাতা: বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল টালিগঞ্জ থানায়। অভিযোগ, দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ তুলে ফের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কৌস্তভ। নিজের সামাজিক মাধ্যমে সেই পোস্ট শেয়ার করেছেন। তার প্রেক্ষিতেই টালিগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন, তার ও নিন্দা করা হয় এফআইআর-এ।

প্রসঙ্গত, ২০২৩ সালে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পালটা জবাব হিসাবে দীপক ঘোষের লেখা বইয়ের প্রসঙ্গ উল্লেখ করে পালটা মমতাকে খোঁচা দেন কৌস্তভ বাগচি। তারপর কৌস্তভের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় কৌস্তভকে।  মাঝরাতে কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করার পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে আদালতে। কলকাতা পুলিশ কমিশনারকেও সে সময়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। এফআইআর-এর ওপর স্থগিতাদেশও দেয় আদালত।

জামিন পাওয়ার পরও রাজ্য সরকারকে বেঁধেন কৌস্তভ। তিনি মাথাও মুড়িয়ে নেন। আবারও সেই একই বইয়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে বিঁধবার অভিযোগে এফআইআর দায়ের হল কৌস্তভের বিরুদ্ধে।