Kunal Ghosh: ‘ইয়ার্কি হচ্ছে? ভেবেছে কী?’, ডাক্তারদের প্রশ্ন কুণালের, জবাব দিলেন দেবাশিসরাও

Kunal Ghosh: চিকিৎসকরা কেন সিবিআই-এর ওপর আস্থা রাখতে পারছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এক্স মাধ্যমে চিকিৎসকদের কটাক্ষ করে তিনি লিখেছেন, "আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের।"

Kunal Ghosh: ইয়ার্কি হচ্ছে? ভেবেছে কী?, ডাক্তারদের প্রশ্ন কুণালের, জবাব দিলেন দেবাশিসরাও
চিকিৎসকদের কটাক্ষ কুণালেরImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 14, 2024 | 2:36 PM

কলকাতা: একটানা ৯ দিন ধরে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সমর্থন করতে ছুটে যাচ্ছেন সিনিয়র চিকিৎসক, শিল্পী থেকে সাধারণ মানুষ। এরই মধ্যে রাজভবনের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন সেই আন্দোলনরত চিকিৎসকরা। এরপরই চিকিৎসকদের দাবি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সিবিআই চার্জশিট দেওয়ার পরও কেন অনাস্থা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আজ, সোমবার রাজভবন অভিযানের কথা ঘোষণা করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। তাঁদের সিবিআই-এর তদন্তে আস্থা নেই। আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় চার্জশিটে একজনের নাম উল্লেখ করেছে সিবিআই। তাতে চিকিৎসকরা মনে করছেন, তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। এই ইস্যুতেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছেন তাঁরা।

চিকিৎসকরা কেন সিবিআই-এর ওপর আস্থা রাখতে পারছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এক্স মাধ্যমে চিকিৎসকদের কটাক্ষ করে তিনি লিখেছেন, “আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের।”

কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, “কাদের কথায় অবস্থান বদল করছেন চিকিৎসকরা? নিজেদের ইচ্ছেমত তদন্ত, কোর্ট চালাবে এরা? ভেবেছে কী?” কুণালের দাবি, সিবিআই-এর পরবর্তী চার্জশিট পর্যন্ত অপেক্ষা করছে না। এরা ন্যায়বিচার চায় না। নির্দিষ্ট রাজনৈতিক অঙ্কে অরাজকতা চায়।

এই প্রসঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “চার্জশিটে একজনকেই অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ওই একই মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই। তাই আমাদের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে।”